মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা প্রশাসন ফুটবল কাপ ২০২৫ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) বিকেলে ঐতিহ্যবাহী দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয় এর মাঠে দৌলতপুর উপজেলা প্রশাসন এ খেলার আয়োজন করেন। খেলায় চকমিরপুর ইউনিয়ন ও চরকাটারি ইউনিয়ন অংশগ্রহণ করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলা উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলার নবাগত জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিয়ান নুরেন, সহকারি কমিশনার (ভূমি) আহসানুল আলম, দৌলতপুর সরকারি প্রমোদয় সুন্দরী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান প্রমুখ।বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার দর্শক উপস্থিত হন। খেলায় ৩-০-গোলে চরকাটারি ইউনিয়ন কে হারিয়ে চকমিরপুর ইউনিয়ন বিজয় লাভ করে।