পাবনার আটঘরিয়ার শ্রীকান্তপুর গ্রামে একটি মেছোবাঘকে আটক করেছে এলাকাবাসী। আজ ২২ নভেম্বর শনিবার সাতটার সময় আউয়াল মেম্বারের বাড়ীর সামনে রাস্তার ওপর থেকে মেছো বাঘটি আটক করা হয়।
জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের আউয়াল মেম্বারের বাড়ির সামনে একটি মেছো বাঘ রাস্তা পার হচ্ছিলেন। এসময় মেছো বাঘটি অটোবাইকের সাথে সজোরে ধাক্কা খেয়ে রাস্তার উপর পড়ে যায়।
পড়ে স্থানীয় লোকজন বাঘ বাঘ বলে চিৎকার করতে থাকলে সবাই একত্রিত হয়ে ঘিরে ফেলে বাঘটিকে আটক করে শ্রীকান্তপুর বিএনপির পার্টি অফিসে খাঁচায় বন্দী করে রাখে।
বিএনপির নেতা কামাল হোসেন জানান, সন্ধ্যা সাতটা থেকে সাড়ে সাতটার সময় মেছো বাঘটি আউয়াল মেম্বার ও রন্টুর বাড়ির সামনে রাস্তা পার হওয়ার সময় অটোবাইকের ধাক্কা লেগে রাস্তার উপর পড়ে যায়। তখন আমরা মেছো বাঘটি ধরে অফিসে আটকে রেখে বনবিভাগের সাথে যোগাযোগ করে তাদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছি।
তিনি আরও বলেন, বাঘটি মুখে আঘাত লেগেছে। মেছো বাঘটির মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। পড়ে স্থানীয় পশু চিকিৎসক দ্বারা মেছো বাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল জানান, সন্ধ্যার পরে আমার বাড়ীর সামনে মেছো বাঘটি পার হওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। পরে বাঘটি সবাই মিলে আটক করি।