গুরুদাসপুরে নাটোর ইমার্জিং কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ এর ওয়ান ডে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে পৌর সদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজ মাঠে ৯৯ রানের টার্গেটে নাটোর গ্রীণ দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাটোর রেড টিম।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নাটোর জেলা কোচ মো. মোস্তাফিজুর রহমান টুলুর সার্বিক তত্বাবধানে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রাকিবুল হাসান। এসময় নাটোর-৪ আসনের এনসিপির সম্ভাব্য এমপি প্রার্থী সিনিয়র য্গ্মু সদস্য সচিব মো. হাফিজুর রহমান ময়না, এনসিপির নাটোর জেলা যুগ্ম আহ্বায়ক তাইজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আব্দুস সামাদ শিশির, ছাত্রদল নেতা শাকিল আহমেদ প্রমূখ উপস্থিত ছিলেন।
বিসিবির কাউন্সিলর মো. মোখলেছুর রহমান রনির আয়োজনে অনুর্দ্ধ ১৬ ও ১৮ এর ৪টি দল খেলায় অংশ নেয়। এরআগে শুক্রবার (১৪ নভেম্বর) খেলাটির উদ্বোধন করা হয়। নাটোর রেড, নাটোর ব্লু, নাটোর ইয়োলো ও নাটোর গ্রীণ টিম এই খেলায় অংশগ্রহণ করে। ফাইনাল শেষে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।