রবিবার , ২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২রা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি

রংপুরের গঙ্গাচড়ায় বেড়েছে ফুলকপির আবাদ

প্রকাশিত হয়েছে- শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় এ বছর উল্লেখযোগ্য হারে বেড়েছে ফুলকপির আবাদ। শীতের শুরুতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মাঠে এখন সবুজে ঘেরা ফুলকপির বিস্তীর্ণ খেত, যা কৃষকের মুখে এনেছে নতুন আশার হাসি।
কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে গত বছরের তুলনায় প্রায় ২০–২৫ শতাংশ বেশি জমিতে ফুলকপি চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া, সহজ পরিচর্যা, কম উৎপাদন ব্যয় এবং বাজারে স্থিতিশীল চাহিদা—এসব কারণেই কৃষকরা অন্য সবজির তুলনায় ফুলকপি চাষে বেশি আগ্রহী হয়েছেন।
স্থানীয় কৃষকদের সাথে কথা বলে জানা যায়, ফুলকপি দ্রুত বিক্রি করা যায় এবং লাভও তুলনামূলকভাবে বেশি। খরচ কম, ঝুঁকি কম—এ কারণে অনেকেই এখন ধান বা অন্যান্য ফসলের পরিবর্তে কপি চাষে ঝুঁকছেন।
উপজেলার নোহালী, গজঘন্টা, কোলকোন্দ, আলমবিদিতর ইউনিয়নসহ বিভিন্ন এলাকায় ভোর থেকেই পাইকাররা খেতেই গিয়ে কপি কিনে নিচ্ছেন। বর্তমানে প্রতি পিস ফুলকপি পাইকারি বাজারে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। মৌসুম আরও জোরালো হলে দাম কিছুটা কমলেও কৃষকের আয় বাড়বে বলে আশা করা হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জানান, “গঙ্গাচড়ার মাটি ও আবহাওয়া ফুলকপি চাষের জন্য খুবই উপযোগী। কৃষকদের মানসম্মত বীজ সরবরাহ করা, প্রশিক্ষণ এবং আধুনিক চাষ পদ্ধতি প্রচারের ফলে এ বছর ফলন খুব ভালো হয়েছে।”
ইতোমধ্যে স্থানীয় বাজারে নতুন কপিও উঠতে শুরু করেছে। বাজারে ক্রেতাদের ভিড় বাড়ছে এবং শহর–গ্রাম সর্বত্র শীতের আমেজ ছড়িয়ে পড়েছে।
গঙ্গাচড়ার কৃষকরা বলছেন, “এখনকার মতো দাম থাকলে এবং আবহাওয়া ভালো থাকলে এ মৌসুমটা লাভজনক হবে।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।