মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামায় ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ আগষ্ট, ২০২০ ইং-) বিকালে লামা বাজাস্থ জেলা পরিষদ গেষ্ট হাউসের ২য় তলার হলরুমে এ স্মরণসভা ও দোয়া মাহফিল সম্পন্ন হয়। সেক্ষেত্রে লামা উপজেলা, পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন আয়োজনে আলোচনাসভায় অংশ নেন লামা উপজেলা আ,লীগের সি.সহসভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা জামাল। আরও অংশ নেন উপজেলা আ,লীগের সাবেক সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধার কমান্ডার শেখ মাহবুবুর রহমান, সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ জহিরুল ইসলাম,বান্দরবান জেলা পরিষদের সদস্য ও লামা উপজেলা মহিলা আ,লীগের সভাপতি ফাতেমা পারুল,মহিলা ভাইস চেয়ারম্যান মিল্কী রাণী দাশ,সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশ,পৌর আ,লীগের সভাপতি মোঃ রফিক,উপজেলা আ,লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ওসমান গণি বাদশাসহ আ,লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।