পাবনার ফরিদপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে অজ্ঞাত দুর্বৃত্তরা এ হামলা চালায়। ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয় এবং স্থানীয়রা আতংকিত হয়ে বাড়িঘরে অবস্থান নেন।
জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে হঠাৎ সিএনজি চালিত অটোরিকশাযোগে কয়েকজন যুবক এসে দ্রুতগতিতে বিএনপি উপজেলা কার্যালয়ের সামনে থামে। এ সময় তারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং কার্যালয়ের সাইনবোর্ড, দরজা ও বিভিন্ন স্থাপনায় ভাঙচুর চালায়। পুরো ঘটনাটি কয়েক মিনিটের মধ্যেই শেষ করে তারা দ্রুত পালিয়ে যায়।
এদিকে, ককটেল বিস্ফোরণের শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই রাজনৈতিক অস্থিরতা চলছে। হঠাৎ এমন হামলার ঘটনায় মানুষ আবারও আতঙ্কিত হয়ে পড়েছে।
ঘটনার খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।
বিএনপি নেতারা বলেন, হামলার পর তারা ঘটনাস্থলে গিয়ে কার্যালয়ের ভেতরে ক্ষয়ক্ষতির চিহ্ন দেখতে পান। ভাঙচুরে কার্যালয়ের কাচ, চেয়ার, পোস্টার ব্যানারসহ বিভিন্ন সামগ্রী নষ্ট হয়েছে।
ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহুরুল ইসলাম (বকুল) বলেন, “সম্প্রতি শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায়ের পর বিএনপি নেতাকর্মীদের ওপর চাপ সৃষ্টি করতে সরকার সমর্থিত লোকজন এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে বলে আমরা মনে করি।”
তিনি আরও বলেন, দলীয় কার্যালয়ের ওপর এই হামলা রাজনৈতিক প্রতিহিংসারই বহিঃপ্রকাশ।
ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাকিউল আজম বলেন, এ ঘটনার বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ বা মামলা হয়নি। তবে বিষয়টি প্রক্রিয়াধীন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।