মানিকগঞ্জে মহান আল্লাহ তায়ালাকে নিয়ে অশালীন কটুক্তি করায় বিচার গানের শিল্পী আবুল সরকারকে পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে মাদারীপুর জেলা শিবচর এলাকা থেকে তাকে আটক করে মানিকগঞ্জ জেলা পুলিশ। পুলিশ জানাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনতে পারে এমন বক্তব্য ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। বিকেল সাড়ে পাঁচটার দিকে পুলিশি নিরাপত্তায় তাকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করা হয়।মানিকগঞ্জ কোট চত্বরে জেলার সর্বস্তরের আলেম- ওলামা ও তৌহিদি জনতার আয়োজনে সর্বোচ্চ শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শিল্পী আবুল সরকার গ্রেফতার
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫