শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আটোয়ারীর প্রতিবন্ধী আখতারুল হাসান মানবেতর জীবনযাপন করছে

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা পরিষদ মসজিদ মার্কেটের ফ্ল্যাক্সি লোড ব্যবসায়ী শারীরিক প্রতিবন্ধী মোঃ আখতারুল হাসান (৪৭) বিরল রোগে আক্রান্ত । আখতারুল হাসান উপজেলার ছোটদাপ গ্রামের মৃত তোফাজ্জল হোসনের পুত্র। আখতার হাসান ১৯৯৭ সালে ডিগ্রী পাস করন। বিভিন্ন দপ্তরে চাকুরীর আবেদন করেছিলেন এবং নিয়োগ পরীক্ষাও দিয়েছিলেন। তারপরেও ভাগ্যে চাকুরী জোটেনি। আখতারেরা ৪ ভাই ১ বোন। তার বাবার মৃত্যুর পর ৭ সদস্যের সংসারে হাল ধরতে হয়েছে আখতারকে। তার বড় ভাই মানসিক ও হৃদরোগে আক্রন্ত। ছোটভাই জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত ছিল। তার বাবার রেখে যাওয়া বসতবাড়ী বিক্রি করে চিকিৎসা করার পরও ভাইদের বাঁচাতে পারেননি। এক একে তিন ভাই মৃত্যুবরণ করেন। তার আয়ের উৎস্য ফ্ল্যাক্সি লোড ব্যবসা। প্রায় এক বছর আগে তার মা ব্রেইন স্ট্রোক করেছে। বর্তমানে দুই চোখ অন্ধ হয়ে বিছানায় শুয়ে শুয়ে কাতরাচ্ছেন। অর্থাভাবে মা’য়ের চিকিৎসা করাতে পারেন না। ইদানিং আখতার নিজেই অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসক বলেছেন, আখতার অস্টিওপোরোসিস রোগে আক্রান্ত এবং হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ অবস্থায় চিকিৎসক তাকে হাঁটা চলা নিষেধ করেছেন। চিকিৎসক দ্রুত অপরেশনের পরামর্শ দিয়েছেন। অপরশনে প্রায় আট লক্ষ টাকা সম্ভাব্য খরচের হিসেব দিয়েছেন। একদিকে আখতারের হাঁটুর অপারেশনের হিসেব নিকেশ করতে না করতে আবার তার পেটের পিত্তথলীতে পাথর ধরা পড়েছে। এটিও দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। আখতার এখন দিশেহারা। অর্থাভাবে না পারছে মা’য়ের চিকিৎসা করাতে আর না পারছে নিজের নিজের চিকিৎসা করাতে। তিনি বর্তমানে নিঃস্ব এবং অসহায় । এ সুন্দর ভূবনে শুধু বেঁচে থাকার জন্য নিরুপায় হয়ে অবশেষে স্বহৃদয়বান, দানশীল ব্যক্তি, সাহায্য সংস্থা সহ প্রবাসীদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। তার সাথে সরাসরি যোগাযোগ ও বিকাশ/নগদ নম্বর : ০১৭১২৪৮৩৬২৯ ।

 

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।