বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর কার্যকরী কমিটি গঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কাজ করে আসা সংগঠন ‘বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর’কার্যকরী কমিটি গঠিত হয়েছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে রংপুর অফিসে অনুষ্ঠিত সাধারণ সভায় সর্বসম্মত মতামতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়।
উক্ত সভায় রংপুরে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সকলে সাংবাদিকতার নৈতিক মানদণ্ড রক্ষা, বৈষম্যবিরোধী গণমাধ্যম চর্চা এবং ভুক্তভোগীদের পক্ষে শক্তিশালী প্ল্যাটফর্ম তৈরি করার অঙ্গীকার পুর্নব্যক্ত করেন। সভাপতি মোঃ এনামুল হক স্বাধীন, সিনিয়র সহ-সভাপতি আশরাফ খান কিরণ, সহ-সভাপতি মোঃ তারেক বাপ্পি, সহ-সভাপতি মোঃ নুরে ই রাব্বি, সাধারণ সম্পাদক শরিফা বেগম শিউলী, যুগ্ম-সাধারণ সম্পাদক মোছাঃ জেনিফা ইয়ামিম লীনা, সহ- সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিন চৌধুরী রাসেল, সহ-সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন সুজন, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ আব্দুল মাবুদ, মহিলা বিষয়ক সম্পাদক মোছা: নিলুফা ইয়াসমিন লুনা, সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান, ক্রীড়া সম্পাদক মোঃ সাকিব উদ্দিন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ সাকিব চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মোঃ নুরুজ্জামান, কার্যনির্বাহী সদস্য মোঃ আল শাহরিয়ার জিম, আবু হাসান মোঃ রোকনুজ্জামান, মোঃ সুজাউদ্দিন সরকার সুয়েজ, মোঃ শাহাদাত হোসেন মিলন, মোঃ লিয়াম হোসেন লাম, মোঃ মেরাজুল ইসলাম মেরাজ, মোঃ মশিউর রহমান ইশাদ, মোঃ নূর জামাল হক, মোছাঃ কানিজ আফরিন কনা, মোঃ শাহাবুদ্দিন আহমেদ মুরাদ, মোঃ ওলিয়ার রহমান, মোঃ সাদমান সাকিব জিসান, মোঃ সাজ্জাদ আলী তুষার, মোঃ ইয়াসিন আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের আয়না। তাই বর্ণ, লিঙ্গ, ধর্ম, অঞ্চল বা অর্থনৈতিক অবস্থার ভিত্তিতে যেকোনো ধরনের বৈষম্যের বিরুদ্ধে সাংবাদিকদের আরও জোরালো ভূমিকা রাখতে হবে। এ আন্দোলন রংপুর অঞ্চলে গবেষণা, প্রতিবেদন ও সচেতনতা কার্যক্রম বাড়ানোর ঘোষণা দেয নতুন কার্যকরী কমিটির সদস্যরা দায়িত্ব সঠিকভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেন এবং বৈষম্যহীন সমাজ গঠনে একযোগে কাজ করার অঙ্গীকার করেন।
উল্লেখ্য, গত ৭ আগস্ট-২৪ থেকে বৈষম্যবিরোধী সাংবাদিক আন্দোলন রংপুর ১০৫ জন সদস্যের মধ্যে তিনজন প্রধান সমন্বয়ক  ও একশো দুইজন সদস্য নিয়ে ৩৪ বছর থেকে কুক্ষিগত করে রাখা সমাজসেবা কর্তৃক নিবন্ধিত  প্রেসক্লাব রংপুরের ও নিবন্ধিত কমিটির বিরুদ্ধে আন্দোলন করে। দীর্ঘ যোল মাস আন্দোলন করে প্রেসক্লাব রংপুরকে সকল সাংবাদিকদের জন্য উন্মুক্ত করা হয়। যা বৈষম্যেবিরোধী  সাংবাদিক আন্দোলন রংপুর এর কার্যক্রম এখন অব্দি পর্যন্ত চলমান রয়েছে।।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।