পঞ্চগড়ের আটোয়ারীতে গ্রামীণ সড়কের কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় আটোয়ারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উদ্যোগে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ ফয়সাল। এলজিইডি পঞ্চগড় এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন এবং মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বেটস জিআইএস এনালিস্ট মোঃ মাহফুজুর রহমান। কর্মশালায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় অংশগ্রহণকারীরা উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন গ্রামীণ সড়কের অগ্রাধিকার নির্ধারণ ও কোর রোড নেটওয়ার্ক গঠনের বিষয়ে মতামত প্রদান করেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনা শেষে প্রস্তাবিত সড়ক নেটওয়ার্ক যাচাই-বাছাই করে গেজেটভুক্ত করার দায়িত্ব থাকবে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপর। প্রধান অতিথির বক্তব্যে নির্বাহী প্রকৌশলী মোঃ মাহমুদ জামান বলেন, কোর রোড নেটওয়ার্ক সড়ক নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা স্থানীয় জনগোষ্ঠীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে। এটি টেকসই উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
আটোয়ারীতে কোর রোড নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫