বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাকুন্দিয়ায় খানাখন্দে ভরা রাস্তা মেরামত করল জামায়াতে ইসলামী

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
কিশোরগঞ্জের পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত স্থানীয় জনগণের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ একটি রাস্তা মেরামত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জাঙ্গালিয়া ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তায় থাকা খানাখন্দ ইটের সুরকি ও বালি দিয়ে ভরাট করা হয়।
স্থানীয়রা জানান, পাকুন্দিয়া–হোসেনপুর সড়কের তারাকান্দি বাজার থেকে জাঙ্গালিয়া বাজার পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন সংস্কারের অভাবে সম্পূর্ণ ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটিতে বড় বড় গর্ত ও কাদা জমার কারণে শিক্ষার্থী, অসুস্থ রোগী এবং সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে বার বার জানিয়েও কোনো সমাধান মেলেনি। এমন পরিস্থিতিতে স্থানীয় জনসাধারণের দুর্ভোগ লাঘবে এগিয়ে আসে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা। জামায়াতের স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা এলাকার জনসাধারণকে সঙ্গে নিয়ে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং জামায়াতের পক্ষ থেকে প্রয়োজনীয় অর্থ ও উপকরণ দিয়ে এই সংস্কার কাজ সম্পন্ন হয়। রাস্তা সংস্কার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তারা জামায়াতে ইসলামীর এই জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন ছেলে-মেয়েরা স্কুল-কলেজ ও মাদ্রাসায় যায়। অসুস্থ রোগীদের নিয়ে যেতে হয়। কিন্তু রাস্তার এই দুর্দশার কারণে আমাদের কষ্ট হতো। অনেকবার বলেও কাজ হয়নি। আজ জামায়াতের ভাইয়েরা এগিয়ে এসে স্বেচ্ছাশ্রমে কাজটা করায় আমরা খুব খুশি।’
মেরামত কাজ দেখতে এসে পথচারীরা স্বস্তি প্রকাশ করেন। এক পথচারী বলেন, “এই রাস্তায় গাড়িতে যাওয়া কষ্টদায়ক হয়ে গিয়েছিল। আজকে গর্তগুলো ভরাটের কারণে অন্তত কিছুটা স্বস্তি ফিরে পাবো।”
এক অটোরিকশা চালক বলেন, বিগত সরকারের সময়ে চরম অন্যায় ও দুর্নীতির কারণে উন্নয়নমূলক কর্মকান্ড হয়নি। বর্তমানেও কোন উন্নতি হচ্ছে না। তাই বাধ্য হয়ে জনগণের কষ্ট লাঘব করতে জামায়াতে ইসলামী এগিয়ে এসেছে। “গর্তে পড়ে গাড়ি নষ্ট হওয়ার ভয় ছিল সবসময়। জামায়াতের নেতাকর্মীদের উদ্যোগ নিয়ে কাজ করায় আমরা সত্যিই উপকৃত হলাম।
এক সিএনজি চালক জানান, রাস্তায় বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় তাদের জীবনের ঝুঁকি নিয়ে সিএনজি চালাতে হতো। এতে যাত্রীদেরও খুব কষ্ট হতো। জাঙ্গালিয়া ইউনিয়ন শাখা জামাতের সহযোগিতায় নিজ অর্থায়নে রাস্তায় ইটের আদলা ফেলে দেয়ায় তাদের খুবই উপকার হয়েছে।
মেরামত কাজে উপস্থিত থেকে জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও শিক্ষানবিশ আইনজীবী এবং জামায়াতে ইসলামী মনোনীত জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বলেন, “মানুষের কষ্ট আমরা চোখের সামনে দেখে চুপ থাকতে পারিনি। সরকারি মেরামত আসবে কবে, তার অপেক্ষা করলে ভোগান্তি আরও বাড়ত। তাই নিজেদের উদ্যোগেই অন্তত জরুরি অংশটা ঠিক করার চেষ্টা করেছি। এটা রাজনৈতিক প্রদর্শন নয়; মানুষের জন্য সামান্য দায়িত্ববোধ থেকে করা।”
সংস্কারে অংশগ্রহণ করে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল জব্বার বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক ইসলামী রাজনীতিক দল। দীর্ঘ সময় ধরে এ রাস্তাটির বেহাল দশার কারণে সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগের সৃষ্টি হচ্ছিল। তাই আজ জামায়াতের নেতাকর্মীদের সাথে নিয়ে রাস্তাটি সংস্কার করা হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ৪ দফা কর্মসূচির চতুর্থ কর্মসূচির ‘সমাজ সংস্কার ও সমাজ সেবা’ এর আওতায় আজকের এই কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী শুধু একটি ধর্মীয় ও রাজনৈতিক দলই নয় ‘ইসলাম ইস দ্যা কমপ্লিট কোড অব লাইফ’ হিসেবে সমাজের সকল শ্রেণি পেশার মানুষের প্রয়োজনে সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। আজকের কর্মসূচি তারই প্রমাণ। গত ১৫ বছর আমরা কোনো স্বাভাবিক কাজকর্ম করতে পারিনি এমনকি সমাজসেবামূলক কার্যক্রমেও বাঁধা দিয়েছে। আলহামদুলিল্লাহ গত ৫ আগস্টের পর ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সেই কাজ করে যাচ্ছে। এতোদিন আমরা নানারকম অপরাধ কর্মকান্ড দেখেছি, সমাজ সংস্কারের নামে পকেট ভারি করা হয়েছে। কিন্তু একমাত্র জামায়াতে ইসলামীর প্রত্যেকটি কর্মী নিজেদের পকেটের টাকা খরচ করে দেশের কল্যাণে নিবেদিত কর্মী হিসেবে ভূমিকা পালন করছে।
এসময় তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী’র পক্ষ থেকে এর আগেও এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হয়েছে, আগামীতেও এ ধরনের জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে।”
এসময় ইউনিয়ন জামায়াত সভাপতি হাবিবুর রহমান তারা, এফডিইবি সৌদি আরব শাখার আহ্বায়ক সারোয়ার হোসেন সেলিম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা জাকির আহমেদ দিদার, ৩নং ওয়ার্ড সভাপতি আব্দুল্লাহ এবং ইউনিয়ন ছাত্রশিবিরের সেক্রেটারি মোজাম্মেল হক মিনার উপস্থিত ছিলেন।
এলাকাবাসী জানান, রাজনৈতিক ভেদাভেদ ভুলে এ ধরনের সামাজিক উদ্যোগ গ্রহণ করলে সাধারণ মানুষই সবচেয়ে বেশি উপকৃত হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।