মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তিন বিস্ফোরণে কেঁপে উঠল নওয়াপাড়া রাতভর আ.লীগ সন্ত্রাসী আতঙ্ক

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকায় রাতের অন্ধকারে পরপর তিনটি ককটেল বিস্ফোরণে পুরো শহরজুড়ে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ৯টা ৩০ মিনিট থেকে ১২টা ৩০ মিনিটের মধ্যে তিন দফা বিস্ফোরণের ঘটনা ঘটে। সরকার–বিরোধী উত্তাপ কিংবা রাজনৈতিক অস্থিরতার সময় হলেও এত ঘনঘন বিস্ফোরণকে স্থানীয়রা পরিকল্পিত সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেছেন।

‎‎প্রথম বিস্ফোরণটি ঘটে রাত সাড়ে ৯টায় নওয়াপাড়া রেলস্টেশনের ১ নম্বর প্লাটফর্ম সংলগ্ন চলমান রেললাইনের পাশে। দ্বিতীয় বিস্ফোরণটি রাত সাড়ে ১১টার দিকে নওয়াপাড়া ইনস্টিটিউট মাঠের দক্ষিণ পাশে। রাত সাড়ে ১২টার দিকে তৃতীয় বিস্ফোরণটি ঘটে তেঁতুলতলা সড়কের মিতা ভিলার সামনে। প্রতিটি বিস্ফোরণেই ভয়ংকর শব্দে চারপাশ কেঁপে ওঠে এবং মুহূর্তেই এলাকায় দৌড়ঝাঁপ শুরু হয়।

‎‎প্রত্যক্ষদর্শীরা বলেন, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে ঘরের ভেতর থাকা মানুষও আতঙ্কে বেরিয়ে আসেন। অনেকে ধারণা করেন, এটি রাজনৈতিক সহিংসতা এবং সাবেক ফ্যাসিস্ট প্রধানমন্ত্রীর ফাঁসির রায় ঘোষণা হওয়ায় এই পরিকল্পিত নাশকতা।

‎‎ঘটনার পরপরই এলাকাজুড়ে আইনশৃঙ্খলা বাহিনী টহল বাড়ানো হয়। জিআরপি পুলিশ, অভয়নগর থানা পুলিশ এবং নওয়াপাড়ার রাজঘাট সেনা ক্যাম্পের সদস্যরা তিনটি বিস্ফোরণস্থল পরিদর্শন করেন। রাতেই সেনাবাহিনীর আরেকটি টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

‎‎পুলিশ জানিয়েছে, যে-ই এই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক, তাকে আইনের সামনে আনা হবে। বোমা সন্ত্রাসীদের বিষয়ে কোনো ধরনের ছাড় নেই। পুলিশের ভাষ্যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

‎‎এলাকাবাসীরা অভিযোগ করেন, এটা আওয়ামী রাজনৈতিক দলের কর্মীদের কাজ এবং এটা স্পষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ড। যারা এসব ঘটাচ্ছে তাদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

‎‎মঙ্গলবার ভোর পর্যন্ত নওয়াপাড়াজুড়ে উৎকণ্ঠা আর সতর্কতার বাতাবরণ বিরাজ করছিল। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে বলে জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।