ময়মনসিংহের নান্দাইল উপজেলা প্রকৌশল দপ্তর এলজিইডি উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিক উপজেলা এলজিইডি বসে ঘুষ নেয়ার ভিডিও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আইডিতে রোববার ও সোমবার প্রকাশ হয়ে ব্যাপক ভাইরাল হওয়ায় জনমনে চরম ক্ষোভ দেখা দিয়েছে। ভিডিওতে দেখা গেছে, জনৈক ঠিকাদারের দেওয়ার একটি ফাইলের ভিতর থেকে ঘুষের টাকার সরিয়ে তার ড্রয়ারের ভিতর রাখতে দেখা যাচ্ছে। উক্ত উপ সহকারী প্রকৌশলী শফিক সুদীর্ঘদিন যাবত নান্দাইলে কর্মরত থেকে নান্দাইল এলজিইডি অফিসে বিশেষ একটি সিন্ডিকেট তৈরি করে ঘুষ বাণিজ্য করে যাচ্ছেন বলে ভুক্তভোগীরা জানান। এছাড়া উক্ত উপ:সহকারী তত্বাবধানে থাকা বিভিন্ন ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজে সিডিউল বহির্ভূত কাজ অনিয়ম ও দূর্নীতিমূলক কাজ হলেও অজ্ঞাত কারণে তিনি সঠিক তদারকি তদারকি করেননি বলে একাধিক অভিযোগ উঠেছে এবং উক্ত উপ সহকারী প্রকৌশলীর তত্বাবধানে থাকা অনেক উন্নয়নমূলক কাজ সিডিউলে থাকা নির্ধারিত সময় চলে গেলেও বছরের পর বছর কাজ করা না হলেও উক্ত প্রকৌশলী নিরব ভূমিকা পালন করে থাকায় নান্দাইলের উন্নয়নমূলক কাজ সময় মত শেষ না হওয়ায় উন্নয়নকাজ ব্যাহত হচ্ছে বলে সুধীমহল মত পোষন করেন। নান্দাইলের উন্নয়নমূলক কাজ ও জনস্বার্থে উক্ত উপসহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম শফিককে অবিলম্বে অন্যত্র বদলী সহ তদন্তমূলে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার জন্য অভিজ্ঞ মহল দাবী জানিয়েছেন। এব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলামের সাথে যোগাযোগের জন্য সোমবার নান্দাইল এলজিইডি গিয়ে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে বার বার যোগাযোগের চেষ্ঠা করার হলেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইলে এলজিইডি উপ-সহকারী প্রকৌশলীর ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল, জনমনে ক্ষোভ
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫