মঙ্গলবার , ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: কিশোরগঞ্জ ৬টি আসনে প্রচারণায় এগিয়ে জামায়াত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
জুলাই ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী শাসনের পতনের পর কিশোরগঞ্জের রাজনৈতিক চিত্র বদলে গেছে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইতিমধ্যে ভোটের মাঠে সরব হয়েছে সম্ভাব্যপ্রার্থী ও মনোনয়ন প্রত্যাশীরা। জেলার ছয়টি আসনের জাতীয় নির্বাচনের সমীকরণে বড় পরিবর্তন এসেছে।
কিশোরগঞ্জে জামায়াতের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী তালিকা:
কিশোরগঞ্জ-১ আসন-(১৬২)
অধ্যক্ষ মোসাদ্দেক ভুইয়া। সাবেক জেলা নায়েবে আমীর। বর্তমানে জেলা কমিটির সদস্য। কলেজ, মাদ্রাসা, ভার্সিটির প্রতিষ্ঠাতা।
কিশোরগঞ্জ-২ আসন (১৬৩)
মাওঃ শফিকুল ইসলাম মোড়ল। সাবেক কটিয়াদি উপজেলা ভাইস চেয়ারম্যান। বর্তমানে কটিয়াদি উপজেলা কর্মপরিষদ  সদস্য।
কিশোরগঞ্জ-৩ আসন (১৬৪)
কর্নেল (অব) ডাঃ জিহাদ খান। বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ হ্রদরোগ বিশেষজ্ঞ।
কিশোরগঞ্জ-৪ আসন (১৬৫)
অ্যাডভোকেট শেখ মোঃ রোকন রেজা। সাবেক ছাত্র নেতা। বর্তমানে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর শাখার আইন বিভাগীয় সেক্রেটারি।
কিশোরগঞ্জ-৫ আসন (১৬৬)
অধ্যাপক মোঃ রমজান আলী। কিশোরগঞ্জ জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য। বাজিতপুর নিকলী এলাকার জনপ্রিয় সমাজসেবক।
কিশোরগঞ্জ-৬ আসন (১৬৭)
মাওঃ মোঃ কবির হোসাইন। সাবেক ছাত্র নেতা ও ভৈরব উপজেলা আমীর।
অতীতে বিএনপি ও আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বর্তমানে পুরো জেলায় রাজনীতিতে সক্রিয় রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তৃণমূলের সংগঠিত কাঠামো জনগণের আস্থা এবং জামায়াতের সুনামের ভিত্তিতে এবার কিশোরগঞ্জের আসনগুলোতে জয়ী হতে পারবে বলে জনগণের ধারণা।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।