বান্দরবানের লামা উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মোহাম্মদ হিরো সার্কেল অ্যাডজুট্যান্ট /উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা পদে পদোন্নতি ও বিদায় উপলক্ষে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) দুপুরে মধুঝিরিস্থ আনসার ভিডিপির কার্যালয়ে সংশ্লিষ্ট সকলের আয়োজনে এ সংবর্ধনা সভা হয়।
এ সময় বক্তারা জানান,মোহাম্মদ হিরো স্যার দীর্ঘদিন ধরে সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। তাঁর নেতৃত্বে সার্কেলের আনসার ও ভিডিপি সদস্যরা বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি কর্মজীবনে শৃঙ্খলা, সময়ানুবর্তিতা ও দায়িত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিদায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আঙ্গুরা বেগম ও টি আই ঝরনা খাতুন এবং লামা উপজেলা অন্তর্গত সকল ইউনিয়নের ইউনিয়ন হিল ভিডিপি প্লাটুন কমান্ডার, দলনেতা, দলনেত্রীগণ উপস্থিত ছিলেন। সকলে স্যারকে সকল স্তরে কমান্ডার বিদায় দেওয়ার সময় চোখের পানি ফেলে স্যারের জীবনের কৃতজ্ঞ জানান।
সকলে তাঁর ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করেন এবং তাঁর অবদান স্মরণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে সার্কেলের পক্ষ থেকে মোহাম্মদ হিরো স্যারকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয় এবং তাঁর জন্য শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।