সলঙ্গায় ভ্যান চালক আমিনুল ইসলাম হত্যার খুনিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বিকেলে অলিদহ গ্রামের জনসাধারণের আয়োজনে অলিদহ বাংলা বাজারে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে অলিদহ গ্রামসহ আশপাশের গ্রামের নারী-পুরুষ অংশ গ্রহণ করে।মানববন্ধন অনুষ্ঠানে বক্তারা ভ্যান চালক
আমিনুল ইসলাম হত্যার সাথে জড়িতদের সঠিক বিচারসহ ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য,গরিব ভ্যান চালক আমিনুল ইসলাম জীবিকার তাগিদে গত ৫ আগস্ট বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরে পাশের গ্রাম চকনিহালের একটি ডোবা থেকে ১৮ অক্টোবর তার খন্ড হাড় উদ্ধার করে পুলিশ।এ ঘটনায় সিরাজগঞ্জ ডিবি পুলিশ গত ৫ নভেম্বর ৩ জনকে গ্রেফতারসহ অটো-ভ্যানের যন্ত্রাংশ উদ্ধার করেন।