বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বাসাইলে আনসার-ভিডিপির সহায়তায় পরিবেশ রক্ষায় অবৈধ কারেন্ট জাল ধ্বংস 

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫
টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলায় জলজ পরিবেশ ও মৎস্যসম্পদ রক্ষায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল জব্দ করে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫)  উপজেলা প্রশাসন ও আনসার ভিডিপির উদ্যোগে বাসাইল উপজেলার হাবলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নেয়ামত উল্লাহ। অভিযানে আনসার ও ভিডিপি সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
অভিযানকালে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি  কারেন্ট জাল জব্দ ও জনসম্মুখে  পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার ভূমি  ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়ামত উল্লাহ বলেন অবৈধ চায়না জাল মাছের প্রজনন ক্ষেএ ধ্বংস করে এবং ছোট বড় সব মাছ একযোগে ধরে ফেলে যা মৎস্য সম্পদ কে মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্হ করে ও পরিবেশের বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে। চায়না দুয়ারি জালের বিরুদ্ধে অভিযান পরিচালনা দেশের মৎস্য সম্পদ ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য ভাম্যমান আদালতের এ অভিযান চলাকালে উপজেলা আনসার – ভিডিপি’র প্রশিক্ষিকা হাবিবা বিবি রোজ এর নেতৃত্বে ১৫ জন আনসার -ভিডিপি সদস্য অংশগ্রহণ করে। পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর এই অবৈধ কারেন্ট জাল জব্দ করা থেকে শুরু করে জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করার
প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।