বুধবার , ১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

গুরুদাসপুরে তিনরাস্তার মোড় দখল করে বাড়ির সীমানা

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

নাটোরের গুরুদাসপুর পৌর সদরের কামারপাড়া-পারগুরুদাসপুর ব্রীজ সংলগ্ন তিনরাস্তার রাজ্জাক মোড়টি অবৈধ দখলদারদের কারণে সংকুচিত হয়ে পড়েছে। জন ও যানচলাচলের গুরুত্বপূর্ণ এই মোড়ের পশ্চিমপাশে টিনের ঝুপড়ি ঘর এবং পুর্বপাশে বাঁশখুটি পুঁতে বাড়ির সীমানা বানিয়েছেন দখলকারীরা। ফলে বড় একটি গাড়ি ঢুকলেই যানজটে দুর্ভোগ ও দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়।

সরেজমিনে দেখা গেছে, ওই ব্রীজ সংলগ্ন সড়কের নির্মাণ কাজ করছেন পৌর কর্তৃপক্ষ। ব্রীজের উত্তরপাশে তিনরাস্তার মোড় দিয়ে আশপাশের প্রায় দশ গ্রামের মানুষ বিভিন্ন যানবাহনে ও হেঁটে চলাচল করেন। একই রাস্তায় গাড়িতে ও মাথায় করে জমির ফসল ঘরে তোলেন কৃষকরা। কিন্তু রাস্তাটির কাজ শুরুর আগেই ওই মোড়ের পশ্চিমপাশে টিনের ঝুপড়ি ঘর করে সড়কের জায়গা দখলে নেন বুদ্দু মিয়া। আর পুর্বপাশে সড়কের ওপরেই বাঁশখুটি পুঁতে গোবরের দেলি শুকাচ্ছেন রহিম আলী। দখলকৃত জায়গায় গাছও লাগিয়েছেন। এভাবেই বাড়ির সীমানা করেছেন তারা। ফলে তিনরাস্তার মোড়টি সংকুচিত হয়ে ঝুকিপূর্ণ সড়কে পরিণত হয়েছে।

স্থানীয় রাজ্জাক আলী, জাহিদুল ইসলাম, নাইমসহ কয়েকজন গাড়িচালক জানান, “বেশকিছুদিন আগে দখলকারীদের সামনেই ওই সড়কের সীমানা পিলার পুঁতে রেখে যান সরকারি লোকজন। সেই পিলার তুলে ফেলে পুনরায় সড়কের প্রায় চার শতক জায়গা অবৈধভাবে দখল করা হয়েছে। যার ফলে মোড়ের ওপর যানজটের সৃষ্টি হয়। অনেকে দুর্ঘটনার শিকার হয়ে জরিমানা গুনেছেন। বড় ধরণের দুর্ঘটনার আগেই জনস্বার্থে সড়কের মোড়টি দখলমুক্ত এবং প্রসস্ত করার দাবি জানান তারা।”

এদিকে দখলকারীদের সাথে যোগাযোগের চেষ্টা করলে তাদের না পাওয়ায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি। তবে বুদ্দু মিয়ার অন্যত্র পাকা ঘরবাড়ি আছে বলে জানান স্থানীয়রা।

পৌরসভার নির্বাহী প্রকৌশলী আবু রায়হান জানান, ‘‘সড়কটির নির্মাণকাজ শেষের দিকে। দখলদারদের উচ্ছেদে পৌর প্রশাসকের হস্তক্ষেপ দরকার।’’

এ ব্যাপারে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ বলেন, “বিষয়টি আমার জানা ছিল না। তবে সড়কটি দখলমুক্ত করতে প্রয়োজনী ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।