বাংলাদেশ জামায়াতে ইসলামী সখিপুর উপজেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সকালে এ শোভাযাত্রা সখিপুর শহর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও ইউনিয়ন প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার সহকারী সেক্রেটারি অধ্যাপক মাওলানা শফিকুল ইসলাম খান।
এছাড়াও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের শূরা সদস্য আশিক মোহাম্মদ জাহাঙ্গীর, সখিপুর উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ আল আমিন,সাবেক আমীর মাওলানা ফজলুল হক, পৌর আমির মাওলানা হাফেজ রফিকুল ইসলাম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সখিপুর উপজেলা শাখা সভাপতি মোঃ আব্দুল খালেকসহ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও বিভিন্ন ইউনিয়ন শাখার সভাপতি-বৃন্দ।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেলে নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ন্যায় ও নৈতিক সমাজ প্রতিষ্ঠায় জামায়াতে ইসলামী সবসময় জনগণের পাশে থাকবে,ইনশাআল্লাহ।