মোঃ কামাল হোসেন যশোর থেকে:
বাড়িতে কেউ না থাকার সুযোগে টিভি দেখার প্রলোভন দিয়ে চার বছরের শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে জনগণ ইলাপতি শীল (৪০) নামক এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করেছে। সে যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ঘোনা গ্রামের ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিছনে শান্তি কুমার শীলের ছেলে। ইলাপতি শীল ১৮ আগস্ট মঙ্গলবার সকালে তার বাড়ির আঙ্গিনায় একটি শিশু কন্যাকে খেলা করতে দেখে সে ঘরে কেউ না থাকার সুযোগে টিভি দেখার প্রলোভন দিয়ে ঘরের মধ্যে নিয়ে যায়।
শিশুটির চিৎকার দিলে তাকে ছেড়ে দেয়। শিশুটি বাড়িতে এসে তার মাকে জানালে সন্ধ্যায় স্বামীকে জানানোর পর পরের দিন বুধবার সকালে এলাকাবাসী জেনে ফেললে ইলাপতি শীলকে মারপিট করে পুলিশে সোপর্দ করে। শিশুটির পিতা বাদী হয়ে কোতয়ালি মডেল থানায় বুধবার দিবাগত রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। বৃহস্পতিবার ইলাপতি শীলকে আদালতে সোপর্দ করে। শিশুটির ডাক্তারী পরীক্ষা সম্পন্ন ও ২২ ধারার জবানবন্দি সম্পন্ন করা হয়েছে।