সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামায় জমি বিক্রির নামে প্রতারণার অভিযোগ

প্রকাশিত হয়েছে- সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

বান্দরবানের লামার কম্পোনিয়া এলাকায় জমির বিক্রির নামে প্রতারণার অভিযোগ তুলেছেন অন্য এলাকার নুরু মিয়া গং এর বিরুদ্ধে।

সরেজমিন ও সূত্রে জানা যায়, মোয়াজ্জেম হোসেন খাঁন একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ২০০৪ সালে দিকে জমি ক্রয়ের জন্য অনুসন্ধান করলে মোঃ আশরাফ আলী, পিতা মৃত তাহের আলী, সাং-৩০৩ নং ডলুছড়ি মৌজা,লামা বান্দরবান পার্বত্য জেলা হতে জমির বায়নানা দলিল পত্র মিদং ভাগে দলিল দাতার পুরাতন কর্জ পরিশোধ এবং শারীরিক চিকিৎসার করার জন্য টাকার প্রয়োজন বশতঃ আশরাফ আলীর নামীয় ৩০৩ নং ডলুছড়ি মৌজার হোল্ডিং নং আর/৮৮৭ এর ৪.০০ একর ২য় ও ৩য় জমি বিক্রয়ের প্রস্তাব করিলে আপনারা ক্রেতাদ্বয়ের সহিত মোট মং ৩,০০০০ (ত্রিশ হাজার) টাকা দরদাম স্যাবস্ত হয়।

এবং উক্ত জায়গা বিক্রয়ের করাতে অদ্য বায়নামা সরুপ বিশ হাজার টাকা দলিল গ্রহিতার নিকট হইতে নগদ গ্রহব করিলাম এবং জায়গার ভোগ দখল দলিল গ্রহিতার বরাবর সমান অংশে হস্তান্তর করিলাম।
অবশিষ্ট দশ হাজার টাকার জমি রেজিষ্ট্রির সময় গ্রহন করিব।
দৈবক্রমে দলিল করিয়া দিতে ব্যর্থ হলে আপনারা গ্রহীতা গণ অত্র দলিল মূলে তফসিলভোক্ত জমি নিজেদের নামে রেকর্ড করিতে পারিবেন। উক্ত হোল্ডিং জমি ইতিপূর্বে অন্য ব্যাংক/প্রতিষ্ঠানে দায়বদ্ধ রাখি নাই।
এদিকে ৩০.১২.০৯ ইং সালে মোয়াজ্জেম হোসেন, পিতা -মুসলিম আলী, মাতা আম্বিয়া খাতুন, সাং ৩০৩নং সরই মৌজা ক্রেতা বনাব বিক্রেতা মোঃ হাবিবুর রহমান, পিতা -মৃত রবি উল্ল্যা,মাতা মৃত রমিজা খাতুন,সাং ৩০১ নং সরই মৌজা,লামা,বান্দরবান পার্বত্য জেলা হতে কর্জ পরিশোধ ও এককালীন নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমার (বিক্রেতা) পিতা- মৃত আব্দুল আজিজের নামীয় যাহার বর্তমান ওয়ারিশ আমি ও আমার ভোগদখীয় ৩০৭ নং চাম্বি মৌজার ৭১৭ নং (পূর্ণবাসন) হোল্ডিং এর অন্তর আমার প্রাপ্য অংশের জমি হইতে ০.৭৮ (আটাত্তর) শতক ২য় শ্রেনীর জমি মোট মং (৭০,০০০ সত্তর হাজার) টাকা মূল্যের স্বাব্যস্থ করিয়া আমার নামে নামজারি করার পর আপনার নামে মিউটেশন মামলার সূত্রপাত করিয়া কর্তৃপক্ষের আদেশক্রমে প্রস্তাবিত জমি আপনার নামে ছাফ বিক্রয় কবলা রেজিস্ট্রি করিয়ার দেওয়ার জন্য সম্পূর্ণ টাকা নিজ হাতে গ্রহণ করিয়া বিক্রিত জমির ভোগদখল গ্রহিতার বরাবর ছাড়িয়া দিয়া এই জমির বিক্রয় চুক্তিনামা দলিল রেজিষ্ট্রি সম্পাদন করিলাম।

জমি নাদাবী নামা দলিলঃ আব্দুল আজিজ, পিতা -মৃত জিন্নত আলী,সাং ৩০১ নং সরই মৌজা, লামা,বান্দরবান। দলিল গ্রহীতা বনাম নুরু মিয়া, পিতা -রবি উল্লাহ, সাং ৩০৭ নং চাম্বি মৌজা, লামা বান্দরবান পার্বত্য জেলা হতে দলিল দাতার পরিবার বর্গের ভরণ পোষণ ও বেসরকারি কর্জ টাকা পরিশোধ করিতে করিতে এককালীন নগদ টাকার বিশেষ প্রয়োজন হওয়ায় আমি ও আমার ভাই হাবিবুর রহমান দেশীয় কাঁচা দলিলমূলে আমার আবাদীয় ও ভোগদখলীয় সরকারি খাস ৩০০ নং বড় বমু মৌজার নিম্ন তফশীলের ৫.০০ (পাঁচ) একর ৩য় শ্রেণীর জমি মোট মং ১০,০০০ (দশ হাজার) টাকা মূল্যে সাব্যস্থ করিয়া দেশীয় কাঁচা দলিল মূলে বিক্রয় করিয়া গত ২৫.০২.২০০৫ ইং তারিখে সাম্যক সম্পূর্ণ টাকা গ্রহণ করিয়া জমির ভোগদখল আপনি গ্রহীতার বরাবর হস্তান্তর ছাড়িয়া দিয়া জমি দখল হস্তান্তর দলিল সম্পাদন করিয়া দিলাম।
উক্ত জায়গা জমি আমি আর কোনদিন কোন প্রকার দাবীদাওয়া করিব না। উক্ত জায়গা সরকারি বিধি মোতাবেক আপনার নামে বন্দোবস্তী করিয়া নিতে আমার কোন আপত্তি নাই। যদি করি কিংবা প্রকাশ পায় তা সর্ব আদালতে অগ্রাহ্য হইবে এবং আমি প্রতারণার দায়ে আমি আদালতের বিরুদ্ধে নালিশক্রমে আমরা প্রতারণার দায়ে আইনতঃ শাস্তি ভোগ করিব।

উক্ত ০১.০৯.২৫ ইং জমিগুলো মোয়াজ্জেম হোসেন খাঁন হতে আমমোক্তার নামা দলিল মূলে দলিল নং ৬৫৩/ ২০২৫ ইং) ও ম্যানেজার কাজল চন্দ্র মহন্ত।

তিনি জানান, উক্ত জায়গা জমি গুলো আগে নুর মিয়া গং হতে কাগজমূলে ক্রয় করা হয়েছে। এবং টাকাগুলো পরিশোধ করা হয়েছে এতদিন পরে এসে কি মূলে দাবী করতেছে আমাদের বোধগম্য নয়। আরও এখন যে জায়গায় আমাদের আবস্থান তা ডলুছড়ি মৌজা অংশ আর উনাদের জায়গা বলতেছে চাম্বি মৌজায়। সেক্ষেত্রে আমাদের সাক্ষীসহ মূল কাগজপত্র রয়েছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।