সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নাগরপুরে ১০ম গ্রেড বাস্তবায়ন ও পুলিশি নির্যাতনের প্রতিবাদে প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন অনুষ্ঠিত 

প্রকাশিত হয়েছে- রবিবার, ৯ নভেম্বর, ২০২৫
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা পরিষদ চত্বরে রবিবার (৯ নভেম্বর) বেলা ৪.০০ টায় প্রাথমিক বিদ্যালয়ের  সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন ও ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের উপর পুলিশী নির্যাতনের প্রতিবাদে শতাধিক শিক্ষক মানববন্ধন করেছেন। শিক্ষকরা শান্তিপূর্ণভাবে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে অংশ নেন। এই মানববন্ধটি  উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মো. আহসানুল কবির মুকুল এর নেত্বত্বে অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিক্ষকরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানাচ্ছেন। সরকারের কার্যকর পদক্ষেপ না হওয়ায় শিক্ষক সমাজে হতাশা ও ক্ষোভ তৈরি হয়েছে।
সিনিয়র সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম ঢাকায় আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলা ও নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, শিক্ষকরাই জাতির ভবিষ্যৎ গড়ে। তাদের ওপর এই ধরনের আচরণ অমানবিক এবং অগ্রহণযোগ্য। সরকার অবিলম্বে শিক্ষকদের ন্যায্য দাবি পূরণ করুক।
সাংগঠনিক সম্পাদক পারভেজ আহমেদ বলেন, আমরা রাস্তায় নেমেছি কোনো বিদ্রোহের জন্য নয়, ন্যায্য অধিকার আদায়ের জন্য। আমরা চাই না কারও অনুগ্রহ, চাই শুধু আমাদের অধিকার। শিক্ষকের মর্যাদা রক্ষা হোক, আন্দোলন সফল হোক।
মানববন্ধনে আসা কয়েকজন শিক্ষক বলেন,আমরা চাই আমাদের শ্রম ও ত্যাগের মূল্যায়ন হোক। ন্যায্য বেতন ও মর্যাদা পেলে আমরা আরও ভালোভাবে ভবিষ্যৎ প্রজন্মকে গড়তে পারব।
মানববন্ধনে উপস্থিত এক অভিভাবক বলেন,শিক্ষকরা সম্মানিত না হলে আমাদের সন্তানরা ঠিকভাবে শিক্ষিত হবে না। আমরা শিক্ষকদের পাশে আছি।
চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী বলেন, আমাদের শিক্ষকেরা ন্যায্য মর্যাদা না পেলে আমাদের শেখার মানও কমে যায়। আমরা দ্রুত শিক্ষকদের দাবী পূরনের জন্য সরকারের নিকট জোর দাবী জানাচ্ছি।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. হোসেন মিয়া, সিনিয়র সহ-সভাপতি হাফিজা মমতাজ, সাবেক সহ-সভাপতি গৌতম কুমার সাহা ও আব্দুল জলিল, যুগ্ম সম্পাদক মকবুল হোসেনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ থেকে দেশের সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকেরা ১০ম গ্রেডসহ তিন দফা দাবিতে কর্মবিরতি পালন করছেন। শিক্ষকেরা জানান, সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আন্দোলন আরও বেগবান হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।