পাবনার চাটমোহরে ৪ ব্যবসায়ীকে মোট ৩১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত।
রবিবার( ৯ নভেম্বর) দুপুরে চাটমোহর পৌর সদর এলাকায় এ অভিযান পরিচালনা করেন পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনী।
ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, চাটমোহর পৌর সদরের পুরাতন বাজার এলাকায় হক স্ট্রোর মালিক জহুরুল হক মেয়াদ উত্তির্ন পন্য সংরক্ষণ করে বিক্রির অপরাধে ২০ হাজার টাকা, সবজি বিক্রেতা শফিকুল ইসলামের শবজির দোকানে মূল্য তালিকা না থাকায় ১ হাজার টাকা। এছাড়া নতুন বাজার এলাকায় মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারকে পচা বাসি খাবার সংরক্ষণ করে বিক্রির অপরাধে ৫ হাজার টাকা, আদি মনমোহন মিষ্টান্ন ভাণ্ডারকে মিষ্টি ওজন কম দেওয়ার অপরাধে ৫ হাজার টাকা। মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে পাবনা জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনী জানান, নিয়মিত বাজার অভিযানের অংশ হিসেবে মোট ৪ ব্যবসায়িকে ভিন্ন ভিন্ন অপরাধে মোট ৩১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।