সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পঞ্চমবারের মতো নিজ জেলা পাবনায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

প্রকাশিত হয়েছে- শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
জন্মভূমির মাটিতে আবারও ফিরে এলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আবেগঘন এই সফরে তিনি দুই দিন অবস্থান করবেন পাবনায়। শনিবার (৮ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে জেলা স্টেডিয়ামের হেলিপ্যাডে হেলিকপ্টারযোগে অবতরণ করলে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম ও পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
এর আগে সকাল ৯টায় তিনি তেজগাঁও হেলিপ্যাড থেকে পাবনার উদ্দেশ্যে রওনা হন।
গত ৩ নভেম্বর রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, পাবনায় পৌঁছে সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ করবেন রাষ্ট্রপতি। একইদিন বেলা ১১টায় আরিফপুর কবরস্থানে তাঁর পিতা-মাতার কবর জিয়ারত ও পরে নিজ বাসভবনে গিয়ে নিকট আত্মীয়স্বজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাত্রীযাপন করবেন সার্কিট হাউজে।
সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে আবারও সার্কিট হাউজে গার্ড অব অনার প্রদান শেষে হেলিকপ্টারযোগে ঢাকায় ফিরবেন তিনি।
শেখ হাসিনা নেতৃত্বাধীন পূর্ববর্তী সরকারের পতনের পর এটি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের প্রথম পাবনা সফর। ২০২৩ সালের ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি এর আগে চার দফা নিজ জন্মভূমি সফর করেছেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।