পাবনার আটঘরিয়া দেবোত্তর”হ্যাপি কিডস ফেয়ার” স্কুলের ৪ বছর পুর্তি উদযাপন উপলক্ষে কেক কাটা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
আজ শনিবার ৮ নভেম্বর সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের তৃতীয় তলায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হ্যাপি টেকনোলজিস কিডস ফেয়ার অধ্যক্ষ আফরোজা সাঈদ।
হ্যাপি টেকনোলজিস এর নির্বাহী পরিচালক আবু সাঈদ এর সার্বিক ব্যবস্থাপনায় এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুবীর কুমার দত্ত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক আমির হোসেন, প্রভাষক রানা আহমেদ, দেবোত্তর কবি বন্দে আলী মিয়া উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক আব্দুস ছামাদ প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সেরা পুরস্কার প্রদান করা হয় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী মাঈসা খন্দকার। এছাড়াও সকল শিক্ষার্থীকে শান্তনা পুরস্কার প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা গান, বাজনার সাথে সাথে নৃত্য, আবৃত্তি, অভিনয় উপস্থাপন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শিক্ষক নুপুর।