পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নের দাবিতে বিভেদ ভুলে এক মঞ্চে একসঙ্গে আন্দোলনের ঘোষণা দিলেন মনোনয়নবঞ্চিত বিএনপির দুই শীর্ষ নেতা কে এম আনোয়ারুল ইসলাম ও হাসাদুল ইসলাম হীরা।
শুক্রবার (৭ নভেম্বর) বেলা ১১টায় সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলামের বাসভবনে যৌথ সংবাদ সম্মেলনের মাধ্যমে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রেীয় ঘোষিত পাবনা-৩ আসনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত কৃষিবিদ হাসান জাফির তুহিনের প্রার্থিতা বাতিলের দাবিতে আন্দোলনের ডাক দিলেন এ আসনে এমপি পদপ্রার্থী সাবেক সংসদ কে. এম. আনোয়ার ইসলাম ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা।
সংবাদ সম্মেলনে তারা জানান, কৃষিবিদ হাসান জাফির তুহিনের বাড়ি পাবনা ২ ( সুজানগর ও বেড়া ) আসনে। তাকে পাবনা ৩ এ দলীয় মনোনয়ন দেওয়ায় তার প্রার্থীতা বাতিল ও স্থানীয় প্রার্থীর দাবিতে ১০ নভেম্বর সোমবার বিকাল ৩টায় চাটমোহর বালুচর খেলার মাঠে বৃহত্তর সমাবেশের ঘোষণা দেন। সমাবেশে চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এলাকার নেতাকর্মী এবং সাধারণ সমর্থকরা একত্রিত হয়ে প্রার্থীর বিষয়ে মত প্রকাশের আহবান জানান।
সাবেক সংসদ সদস্য কে. এম. আনোয়ারুল ইসলাম বলেন, “পাবনা-৩ আসনের মানুষের অনুভূতি ও দাবি উপেক্ষা করা যাবে না। আমরা দীর্ঘদিন ধরে এ অঞ্চলে দলকে সংগঠিত করেছি। দলীয় সিদ্ধান্তে স্থানীয় জনমতের প্রতিফলন থাকতে হবে।”
সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরা বলেন, “আন্দোলন-সংগ্রামের এ সময়ে বাইরের কাউকে জনগণের ওপর চাপিয়ে দিলে তা সংগঠনের ক্ষতি ডেকে আনবে। স্থানীয়তা ও জনগণের প্রতি দায়বদ্ধতাই হবে আমাদের মূল চিন্তা।”