শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

লামায় ৬ ইটভাটাকে সাড়ে ১৮ লাখ টাকা জরিমানা

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
বান্দরবানের লামায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৬ ইট ভাটাকে ১৮ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বুধবার (৫ নভেম্বর) দুপুর আনুমানিক ২ টা থেকে ৫ টা পর্যন্ত লামা উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ইয়াংছা এবং ফাইতং ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক অভিযান পরিচালিত হয়।
লামা সহকারী কমিশনার(ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রুবায়েত আহমেদ এর নেতৃত্বে এ সব অবৈধ ইটভাটায় অভিযান পরিচালিত হয়।
যে সব ইটভাটাকে জরিমানা করা হয়- ইয়াংছায়-  PBN, BNB ও ফাইতং এ- YSB, BMW, 4BM, UBN।
অভিযানে সর্বমোট ৬ টি ইটভাটাকে ইট প্রস্তুত করার উদ্দেশ্যে পাহাড় থেকে মাটি কেটে ইটের কাঁচামাল হিসাবে তা ব্যবহারের অপরাধে মোট ১৮,৫০,০০০ (আঠার লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ডারোপ করা হয়৷
এ সময় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলার কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷
লামা উপজেলা প্রশাসন সূত্রে জানায়, লামা উপজেলায়  অবৈধ ভাবে নির্মিত সকল ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। লামা উপজেলা প্রশাসন পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে জিরোটলারেন্স।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।