বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাবেক এমপি কে. এম. আনোয়ারুল ইসলামকে চূড়ান্ত মনোনয়নের দাবীতে চাটমোহরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলামকে দলীয় চূড়ান্ত মনোনয়ন দেওয়ার দাবীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৪ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌরসদরের পাঠানপাড়ায় উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব কে. এম. আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন—“পাবনা-৩ আসনের মানুষ গণতন্ত্র, ন্যায়ের রাজনীতি এবং উন্নয়নের রাজনীতির প্রতি বিশ্বাসী। আমি যখন এমপি ছিলাম, কোনো ব্যক্তিগত স্বার্থ কিংবা লোভ-লালসা নিয়ে রাজনীতি করিনি। জনগণের সেবা করেছি, নেতাকর্মীদের মর্যাদা দিয়েছি। চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা আজও আমাকে শক্তি দিয়ে রেখেছে।”

 

তিনি আরও বলেন—“কেউ কেউ আমাকে বৃদ্ধ বলে প্রচার করছে। আমি বৃদ্ধ নই—আমি অভিজ্ঞ। আমার রক্তে এখনও আন্দোলনের আগুন আছে। এই এলাকার প্রতিটি গ্রামে, প্রতিটি মানুষের হৃদয়ে আমার সম্পর্ক রয়েছে। সুবিধাবাদীরা আসে-যায়, ত্যাগী নেতা মানুষের মনে থাকে।”

তিনি আশা প্রকাশ করে বলেন—“আমরা বিশ্বাস করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান পাবনা-৩ আসনের জনগণের প্রত্যাশা বিবেচনা করে আমাকে ধানের শীষের দায়িত্ব দেবেন। দায়িত্ব পেলে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে বিজয় ছিনিয়ে আনবো।”

তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন—“আজ থেকে কেউ কারো বিরুদ্ধে বিভাজন সৃষ্টি করবেন না। বিএনপি এক পরিবার। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি—ধানের শীষের বিজয় কেউ ঠেকাতে পারবে না।”

সভায় বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন—চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আব্দুল আজিজ, সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা এ্যাডভোকেট আশরাফুজ্জামান হালিম, আব্দুল কুদ্দুস আলো মাস্টার, অধ্যাপক সিরাজুল ইসলাম, সাইদুল ইসলাম কাফি, আফজাল হোসেন মেম্বার, মহাব্বত আলী, আব্দুল মান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব ফারুক হোসেন, ছাত্রদল নেতা উজ্জল হোসেন। জনি ,রনি, সাগর যুবদল নেতা।

সদস্য সচিব, চাটমোহর উপজেলা স্বেচ্ছাসেবক দল ‘আসাদুজ্জামান (লেবু) এছাড়াও ভাঙ্গুড়া উপজেলা বিএনপির নেতা আব্দুল মতিন রাজু, আনিসুল হক লিটন, ইসরাইল হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা রানা আহমেদ এবং ফরিদপুর উপজেলা বিএনপির নেতা বরকত উল্লাহ বুলু, মতিউল ইসলাম, আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন—“আনোয়ারুল ইসলাম একজন ত্যাগী, সৎ ও জনবান্ধব নেতা। চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুরে এমন কোনো ঘর নেই যেখানে তার সমর্থক নেই। তাই তাকে দলীয় মনোনয়ন দেওয়ার বিকল্প নেই।”

সভায় নেতাকর্মীরা স্লোগান দেন—“বহিরাগত নয়, চাটমোহরের এমপি চাই”, “দাবী মোদের একটাই—আনোয়ার সাহেবকেই চাই”।

সভায় উপজেলা যুবদল নেতা সাইদুল ইসলাম কাফি আগামী ৮ নভেম্বর শনিবার বিকেলে চাটমোহর বালুচর মাঠ থেকে গণমিছিল কর্মসূচি ঘোষণা করেন।

মতবিনিময় সভায় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।