ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সত্য সততা ও সমৃদ্ধির রংপুর শহর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকার ৩য় বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৫ (নভেম্বর) বুধবার সকালে বীরগঞ্জ পৌর শহরের মামনি রেস্তোরাঁয় দৈনিক সকালের বাণী পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ পৌর প্রেসক্লাবের সভাপতি মীর কাশেম (লালু)।
এ সময় তিনি বলেন, দৈনিক সকালের বাণী পত্রিকাটি সমাজের তৃণমূল মানুষের কথা তুলে ধরতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সমাজের খেটে খাওয়া, পরিশ্রমী ও নিপীড়িত মানুষের আশা-আকাঙ্ক্ষা, সংগ্রাম এবং বেঁচে থাকার গল্প এই পত্রিকার পাতায় স্থান পায় প্রতিদিন। অন্যায়, অবিচার, দুর্নীতি ও সামাজিক অসংগতি তুলে ধরে সকালের বাণী সত্য ও ন্যায়ের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করছে। এই পত্রিকার উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি।পাশাপাশি পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বার্তা সম্পাদক, বিজ্ঞাপন দাতা, সংবাদ কর্মীসহ সকল শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজ পত্রিকার বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি হাসান জুয়েল,দৈনিক কালের কণ্ঠ বীরগঞ্জ উপজেলা প্রতিনিধি সোহেল আহমেদ, দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি নূরে আলম সিদ্দিকী (বাবু), বীরগঞ্জ প্রতিদিন পত্রিকার স্টাফ রিপোর্টার গুণধর রায়, দৈনিক কালবেলা পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ ফরহাদ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।