বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো সংবাদ সম্মেলনে- কৃষিবিদ হাসান জাফির তুহিন

প্রকাশিত হয়েছে- বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে দলীয় মনোনয়নপ্রাপ্ত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন, “নির্বাচিত হলে সর্বত্র সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে সচেষ্ট থাকবো।”
তিনি সোমবার (৩ নভেম্বর) রাতে চাটমোহর উপজেলার বোঁথড়ে অবস্থিত নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি বিএনপি থেকে মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহ তাআ’লার প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কৃষিবিদ তুহিন বলেন, “বিগত সরকারের সময়ে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছিল। দীর্ঘদিন পর এবার জনগণ মুক্তভাবে ভোট দিতে উদগ্রীব হয়ে আছে। আমি বিশ্বাস করি—পাবনা-৩ আসনের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “দলীয় প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে শীর্ষ নেতৃবৃন্দ আমাদের ঐক্যবদ্ধভাবে নির্বাচনী মাঠে নামার নির্দেশ দিয়েছেন। আমি তিন উপজেলার সিনিয়র নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে তাদের বাসায় গিয়ে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানাবো। প্রতিটি উপজেলা, ইউনিয়ন ও ভোটকেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হবে।”
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে কৃষিবিদ তুহিন বলেন, “নির্বাচিত হলে প্রথমেই রাস্তা-ঘাট ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করবো। পাশাপাশি গবাদিপশু পালন, দুধ-ডিম-মাছ-মাংস খাতের উন্নয়ন এবং কৃষিভিত্তিক শিল্প স্থাপনে কাজ করবো। খুব শিগগিরই তিন উপজেলার সাংবাদিকদের উপস্থিতিতে নির্বাচনী ইস্তেহার ঘোষণা করা হবে।”
তিনি বলেন, “চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার অভিজ্ঞ ও বয়োজ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নিয়ে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন করতে চাই। এই আসনটি দীর্ঘদিন ধরে অবহেলিত এলাকা। এখানে শান্তিপ্রিয় মানুষের বসবাস। আমরা সকলের সহযোগিতায় সংযম ও গণতন্ত্রচর্চার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে চাই।”
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি বলেন, “আমি আশা করি, আপনারা সত্য সংবাদ প্রচার করবেন এবং বিভ্রান্তিকর বা মিথ্যা সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবেন।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলাম বকুল, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আব্দুদ দায়েন মঞ্জু, বিএনপি নেতা রফিকুল ইসলাম, এনামুল হক, কৃষিবিদ তুহিনের সহধর্মিণী নিলুফা জাফির ও পুত্র ইফতিশাম জাফির।
এছাড়াও উপস্থিত ছিলেন চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা বিএনপি নেতা ভিপি সেলিম রেজা, অধ্যক্ষ আব্দুর রহিম কালু, অধ্যক্ষ মাহমুদুর রহমান, মো. গিয়াস উদ্দিন, রেজাউল করিম তারেক, এ.এম. জাকারিয়া, শেখ জিয়ারুল হক সিন্টু, উপজেলা যুবদল নেতা গোলজার হোসেন, লিটন বিশ্বাস, ছাত্রদল নেতা ফুলচাঁদ হোসেন শামীমসহ চাটমোহর, ফরিদপুর ও ভাঙ্গুড়া উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এবং অসংখ্য নেতাকর্মী ও সমর্থক।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।