নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ধানের শীষ মনোনিত বিএনপি’র প্রার্থী হলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. আব্দুল আজিজ।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় স্থায়ী কমিটির জরুরী সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় অন্যসব আসনের প্রার্থীদের সাথে নাটোর-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে আব্দুল আজিজের নাম ঘোষণা করেন তিনি। এতে মনোনয়ন বিভ্রান্তি ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে সুখবর পেলেন নেতাকর্মীরা।
জানা যায়, রাজনীতির মাঠে আব্দুল আজিজের পদচারণ ঘটে ১৯৮৫ সালে। এরপর ১৯৮৬ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত গুরুদাসপুরের ধারাবারিষা ইউনিয়ন পরিষদে ২০ বছর ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০১৪ সালে আওয়ামীলীগের সময় বিএনপি থেকে তিনি বিপুল ভোটের ব্যবধানে গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তখন বিএনপির মনোনয়ন নিয়ে সংসদ নির্বাচনে অংশ নিলেও ভোট কারচুপির অভিযোগ এনে বর্জন করেন।
আব্দুল আজিজ বলেন, জননেতা তারেক রহমানের গ্রীণ সিগন্যাল পেয়ে নির্বাচনী মাঠে কাজ করার একপর্যায়ে প্রিয় দল বিএনপির ধানের শীষ মনোনয়ন পেয়েছি। নাটোর-৪ আসনে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে বিএনপির বিজয় হবে ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, ১৭ বছর আন্দোলনের ফসল আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। মুখ থুবড়ে পড়া গণতন্ত্রকে আমরা পুনঃপ্রতিষ্ঠা করেছি। স্বাধীনতার সার্বভৌম বাংলাদেশ আমরা সুরক্ষা করেছি। এখন আমাদের প্রত্যয়, আমাদের আশা, আকাক্সক্ষা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে এবং বিএনপি বিজয়লাভ করবে।