পাবনার আটঘরিয়ায় দিনে দুপুরের শিক্ষক লোকমান হোসেনের বাড়িতে দূর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সম্প্রতি শ্রীকান্তপুর গ্রামে। লোকমান হোসেন রায়গঞ্জ উপজেলার বোয়ালিয়ারচর দাখিল মাদরাসায কর্মরত আছেন।
জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে লোকমান হোসেন ও পরিবারের লোকজন খেতে শিম তুলতে যায়।
এ-সুযোগে চোরের দল ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ৫ ভরি রুপা, ঘরে জমা মাটির ব্যাংকে থাকা নগদ ৫ হাজার টাকা, স্বামী স্ত্রী জমানো ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এতে তার ৩৫ হাজার টাকা ক্ষতি সাধিত হয়েছে।
শিক্ষক লোকমান হোসেন জানান, আমি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বোয়ালিয়ারচর দাখিল মাদরাসায় চাকরি করি। বাড়িতে আমার শাশুড়ী ছিল। কিন্তু ঘটনার দিন দুপুরে বাড়ির পাশে শিম খেতে শিম তুলতে যায়।
এই সুযোগে চোররা ঘরের টিনের দরজা ভেঙে নগদ টাকা, রুপা সহ জিনিস পত্র চুরি করে নিয়ে গেছে। তিনি আরও বলেন, বেশ কিছু দিন যাবত আমাদের এলাকায় ছিটকে চোরের উপদ্রব দিন দিন ব্যাপক বৃদ্ধি পেয়েছে।
মাঝে মধ্যেই এধরণের চুরির খবর পাওয়া যায়। আমাদের এলাকার সাধারণ মানুষ চোর আতংক বিরাজ করছে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল আউয়াল জানান, ইদানীং এলাকায় কিছু বোরকা পড়ে ও ভিক্ষুক বেশে বাড়িতে বাড়িতে গিয়ে চুরি ছিনতাই করছে। তবে এদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার বলে মনে করছেন তিনি।