বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

সাধারণ মানুষের মন জয় করলেন বিএনপি মনোনয়নপ্রত্যাশী মামুন বিন আব্দুল মান্নান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী তরুণ  বিএনপি নেতা এমডি মামুন বিন আব্দুল মান্নান এক ব্যতিক্রমী আচরণের মধ্য দিয়ে সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছেন। সম্প্রতি তাঁর নিজস্ব ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, তিনি স্থানীয় বাজারে গণসংযোগকালে মাছ বিক্রেতাদের সঙ্গে করমর্দন করছেন। ভিডিওটিতে আরও দেখা যায়  তিনি   মাছ ব্যসায়ির সাথে হাত মিলাতে গেলে তার(মাছ ব্যবসায়ী) নিজের পরা লুঙ্গিতে  হাত মুছে হাত মিলান  তখন তিনি হাসতে হাসতে বলেন,আসেন আসেন ধুর ভাই, হাত মুছতে হবে কেন? এমন করলে তো হবে না! হাত মুছতে হবে কেন? আমরা সাধারণ মানুষ! ধানের শীষে ভোট দিতে হবে, ধানের শীষে ভোট চাই।”

‎তাঁর এই কথাগুলো মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ভিডিও প্রকাশের পর অল্প সময়েই এটি হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এবং মন্তব্যের ঝড়ে বয়ে ওঠে তাঁর ফেসবুক পোস্ট। অনেকেই মন্তব্য করেছেন “এমন নেতাই দরকার, যিনি জনগণের ঘাম, পরিশ্রম ও গন্ধকে নিজের অংশ মনে করেন।”

‎স্থানীয় সূত্রে জানা যায়, ৩১অক্টোবর  শুক্রবার  নান্দাইল জাহাঙ্গীর পুর ইউনিয়নের বটপুর বাজারে বিএনপি নেতা মামুন বিন আব্দুল মান্নান গণসংযোগে অংশ নেন। তিনি দোকানপাটে গিয়ে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং বিএনপির প্রতীক “ধানের শীষে” ভোট চান ।

‎তাঁর এই মানবিক ও আন্তরিক আচরণ সাধারণ মানুষের হৃদয়ে দাগ কেটেছে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিএনপি ও অরাজনৈতিক অনেক মানুষই ইতিবাচক মন্তব্য করেছেন। কেউ লিখেছেন, “এটাই সত্যিকারের জনগণের নেতা।” আবার কেউ বলেছেন, “মাঠপর্যায়ের মানুষের সঙ্গে এমন ঘনিষ্ঠতা দেখানো আজকাল খুবই বিরল।”

‎নান্দাইল বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ জানিয়েছেন, মামুন বিন আব্দুল মান্নান তরুণ, শিক্ষিত ও দূরদর্শী নেতৃত্বের প্রতীক। তিনি দীর্ঘদিন ধরে তৃণমূল পর্যায়ে সক্রিয় রয়েছেন এবং মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন।

‎রাজনৈতিক বিশ্লেষকরাও মনে করছেন, সাধারণ মানুষের সঙ্গে এমন আত্মিক সম্পর্ক স্থাপনই হতে পারে মাঠ পর্যায়ে জনপ্রিয়তা অর্জনের মূল চাবিকাঠি।ভিডিওটি ছড়িয়ে পড়ার পর নান্দাইলের চায়ের দোকান থেকে সামাজিক যোগাযোগমাধ্যম পর্যন্ত একটাই আলোচনা “এমনই নেতা দরকার, যিনি জনগণকে ভালোবাসেন, ঘৃণা নয়।”

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।