কে,এম আল আমিন :
সিরাজগন্জে গোয়েন্দা পুলিশের হাতে বৃহ:বার সকালে ১ হাজার পিচ ইয়াবা সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, বেলকুচি উপজেলার জিধুরী গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে ওয়াসিম সরকার (৩৯) ও ঢাকার গাজীপুর জেলার জয়দেবপুর থানার কুমুড় মাঝখাতিয়া গ্রামের মৃত আবু সাইদের ছেলে বেলায়েত হোসেন (৩৩)।বিষয়টি নিশ্চিত করেন, সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
তিনি জানান, সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলমের দিক নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিত্বে (১৯ আগষ্ট) গভীর রাতে এস.আই মোঃ নাজমুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বেলকুচি উপজেলার কদমতলী এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করেন। তাদের বিরুদ্ধে বেলকুচি থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।