‘সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার চাটমোহরে ৫৪তম জাতীয় সমবায় দিবস-২০২৫ উযদাপন করা হয়েছে।
শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন, সমবায় বিভাগ ও সমবায়বৃন্দের যৌথ আয়োজনে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পতাকা উত্তোলন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুসা নাসের চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুরশিদা খাতুন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, মথুরাপুর ক্ষুদ্র ক্রোঅপারেটিভ সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রফিকুল ইসলাম, মোছাঃ সামছুন নাহার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, আমজাদ হোসেন। এসময় সমবায় সংগঠনের প্রতিনিধি ও স্থানীয় সমবায় সদস্যরা উপস্থিত ছিলেন।