“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্য কে সমনে রেখে ঠাকুরগাঁওয়ের হরিপুরে জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১লা নভেম্বর) সকাল ১১ টায় হরিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের আয়োজনে দিবস টি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বণ্যাঢ র্যালী বের হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রুবেল হুসেন, সমবায় অফিসার সোহানুজ্জামান, বিআরডিপির অফিসার দেলোয়ার হোসেন, সমবায় সমিতির সভাপতি তরিকুল ইসলাম, কুরবান আলী ও রিতা পারভিন, হরিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাপাদক আব্দুর রশিদ প্রমুখ। দিবসের আলোচনা সভায় সমবায় অফিসের সকল কর্মচারীগণ সহ সমিতির ৮৫ টি সংগঠনের সভাপতিও সম্পাদক সহ সকল সদস্য গণ উপস্থিত ছিলেন।
শুক্রবার , ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৭শে রজব, ১৪৪৭ হিজরি
হরিপুরে জাতীয় সমবায় দিবস পালিত
প্রকাশিত হয়েছে- শনিবার, ১ নভেম্বর, ২০২৫