ঠাকুরগাঁওয়ের হরিপুরে কাঠালডাঙ্গী বাজারে তরিকুলের মুদির দোকান ও দুলাল স্টোর নামে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই দোকানের প্রায় দুই লক্ষ ৬০ হাজার নগদ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাঠালডাঙ্গী বাজারে তরিকুল ও দুলালের দোকানে। মুদি দোকান তরিকুল বলেন আমি প্রতিদিন রাত সাড়ে ১১টায় দোকান বন্ধকরে বাড়ি যাই কিন্ত শুক্রবার দোকান বন্ধকরতে দেরি হয়। এবং দোকানের বিক্রির টাকা দোকানে রেখে বাড়ি যাই। সকালে দোকানে এসে দেখি দোকানের উপরের টিনের ছাওনি কেটে চোরা কারবারিরা আমার দোকানে থাকা নগদ দুই লক্ষ ৫০ হাজার টাকা চুরি করে নিয়েগেছে। পাশের দোকান্দার দুলাল বলেন একই কায়দায় আমার দোকানের মালামাল ও নগদ টাকা সহ ১০ হাজার টাকা চুরি হয়েছে। হরিপুর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন চুরির বিষয়টি শুনেছি অভিয়োগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
হরিপুরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
প্রকাশিত হয়েছে- শনিবার, ১ নভেম্বর, ২০২৫