খাগড়াছড়ির রামগড়ে চুরি হওয়া একটি ট্রাক উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সাগর (২১) ও রাজিব হোসেন এরফান (২০) দুজনই রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের বাসিন্দা।
রামগড় থানার পুলিশ জানায়, ২৭ অক্টোবর রাতে উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নের নাকাপা এলাকায় গণেশের চায়ের দোকানের সামনে থেকে একটি নীল রঙের ড্রাম ট্রাক (চট্ট-মেট্রো-ড-১১-২০২৭) চুরি হয়। পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, বিপিএম–এর তত্ত্বাবধানে ও ওসি মোহাম্মদ মঈন উদ্দীনের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) দীপক বিশ্বাস তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ৩১ অক্টোবর রাতে লক্ষ্মীপুর সদর এলাকায় ট্রাকটি উদ্ধার ও দুই যুবককে গ্রেপ্তার করেন।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, ঘটনার পর মালিক বাদী হয়ে রামগড় থানায় গত ২৯ অক্টোবর মামলা দায়ের করেন।অল্প সময়ের মধ্যেই চোরাইকৃত ট্রাক উদ্ধার করতে পেরেছি। গ্রেপ্তার দুইজনকে আদালতে পাঠানো হয়েছে।