বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নান্দাইল বলদা বিলে মাছ ধরা উৎসব অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ময়মনসিংহের নান্দাইল ও ঈশ্বরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী বলদা বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ জনজীবনের এক অনন্য ঐতিহ্য—মাছ ধরা উৎসব হাইত । বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ভোর রাত থেকে  এ উৎসবকে ঘিরে বিলে জড়ো হয় শতশত মানুষ। স্থানীয় এলাকাবাসীসহ আশপাশের বিভিন্ন গ্রাম থেকে আসা পুরুষ, শিশু-বৃদ্ধ সবাই মিলে উৎসবের আমেজে মাতোয়ারা হয়ে ওঠে বলদা বিলের চারপাশ।

‎বিলে পানির স্তর কমে আসলে প্রতিবছরই এই বিলে মাছ ধরা উৎসবের আয়োজন করা হয়। এটি স্থানীয়ভাবে “হাইত মাছ ধরা” নামে পরিচিত। ভোর থেকেই লোকজন জাল, খাচা, ফাঁদ, পলো ও ডিঙি নৌকা নিয়ে হাজির হন বিলে। সকাল ৬ টার দিকে আনুষ্ঠানিক সূচনা হয়। কেউ দল বেঁধে, কেউ একা একা মাছ ধরতে নেমে পড়ে বিলজুড়ে।

‎এ সময় চারদিকে শুধু আনন্দের ধ্বনি—“পাইছি! পাইছি!”—এই চিৎকারে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। শিশু-কিশোরদের কৌতূহলী ভিড়, উৎসাহ, আর গ্রামীণ জীবনের চিরচেনা হাসি-আনন্দ মিলে উৎসবটিকে পরিণত করে এক মিলনমেলায়।

‎স্থানীয় রহমত আলী জানান, “বলদা বিল শুধু মাছ ধরার জায়গা নয়, এটি আমাদের গ্রামের ঐতিহ্য। প্রতি বছর এই উৎসবকে ঘিরে মানুষ একত্র হয়, যার মাধ্যমে গ্রামীণ ঐক্য ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়।”

‎উৎসবে ধরা পড়ে বিভিন্ন প্রজাতির দেশি মাছ—শোল,  কৈ, ট্যাংরা, শিং, মাগুর,বোয়াল  ও তেলাপিয়া। কেউ কেউ বড় মাছ পেয়ে উল্লাসে মেতে ওঠেন, আবার অনেকে পরিবারের জন্য সামান্য মাছ নিয়েই তৃপ্তি প্রকাশ করেন।

‎বিলপাড়ের বাসিন্দা রহিম মিয়া বলেন বাবারে অহনা আর আগের মতো আগের দিন‎ পলো শিকারী নাজমুল, কবির , আশরাফুল আলম  বলেন বিয়ের যে ডাকনাম শুনে আসছি সে অনুপাতে মাছ নাই। তবে এটা ময়মনসিংহের সব চেয়ে বড় বিল।

‎স্থানীয়রা জানিয়েছেন, এ ধরনের ঐতিহ্যবাহী উৎসব শুধু বিনোদন নয়, এটি গ্রামীণ সংস্কৃতি ও সমাজের আন্তরিকতার প্রতিচ্ছবি। তারা চান, এই প্রাচীন ঐতিহ্য যেন প্রজন্মের পর প্রজন্ম ধরে টিকে থাকে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।