বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

জমি নিয়ে বিরোধ, ধর্ষণ মামলা করে হয়রানির অভিযোগ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
বান্দরবানের লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের আটমাইল মুসলিম পাড়ায়  জমি নিয়ে বিরোধের জেরে এক যুবককে ধর্ষণের মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে গজালিয়া ইউনিয়নের আটমাইল মুসলিম পাড়া ৬ নং ওয়ার্ড সরেজমিনে গিয়ে এ তথ্য সংগ্রহ করা গেছে, এবং সংক্রান্ত  এ অভিযোগ করেন ওই যুবকের স্ত্রী রাবিজা বেগম ও  শাশুর মোঃ আব্দুল হামিদ।
আবদুল হামিদ ও ভুক্তভোগীর স্ত্রী রাফিজা বেগম অভিযোগ করে বলেন, জমিলা বেগম নামে এক অসহায় মহিলা ২০০৩ সালে মসজিদের নামে ২০ শতক তৃতীয় শ্রেনীর জমি দান করে। এর পাশে তার আরও প্রায় ৫ একর জমি রয়েছে। এ জমি নিয়ে আটমাইল মুসলিম পাড়া জামে জমি নিয়ে প্রতিবেশীর আশরাফুল ও মোহাম্মদ আলীর সাথে ভূক্তভোগীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু,পক্ষের মধ্যে কয়েক হামলা মামলা হয়।
ওই বিরোধের জেরে গত ১৬.০৯.২০২৫ ইং  প্রতিবেশীর আশরাফুলের স্ত্রীকে  জোরপূর্বক ধর্ষণের অভিযোগ আনা হয় আল আমিন, পিতা চাঁদ মিয়ার বিরুদ্ধে। এ ঘটনায় ওই প্রতিবেশীর স্ত্রী বাদি হয়ে এ মিথ্যা ধর্ষণ মামলা করেন বলে দাবি শাশুর মোঃ আব্দুল হামিদ। এ মাললার অভিযোগে বর্তমানে আল আমিন জেলে রয়েছেন।  আরও এ মামলায়  অন্য এলাকার ৩ জনকে অভিযুক্ত করা হয়। অনেকেই জানান তারা ঘটনাস্থলে থাকার প্রশ্নেই উঠে না! এবং তাদেরকে দুষমনিমূলক দেওয়া হয়েছে।
ভূক্তভোগী আল আমিনের স্ত্রী রাবিজা বেগম জানান, এ স্বামীকে মিথ্যা মামলা দিয়ে জেলে দিয়ে হয়রানি করছে তারা। আমার স্বামী নির্দোষ। এদিকে আমি ছোট ছোট ছেলে মেয়ে দারুন কষ্টে আছি।
তাড়াতাড়ি পুলিশের আবেদনে ডিএনএ পরীক্ষা রেজাল্ট পেলে বিষয়টি পরিস্কার হবে দাবি ভুক্তভোগীর পরিবারের। তাই হয়রানিমূলক মিথ্যা মামলা থেকে রক্ষা পেতে তিনি প্রশাসনের প্রতি হস্তক্ষেপ কামনা করেছেন।
দায়িদ্বপ্রাপ্ত তদ্ন্ত কর্মকর্তা সাব -ইন্সপেক্টর কাজল হালদার  বলেন, এ বিষয়ে ডিএনএ টেষ্টের ঢাকায় পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর সার্চসীট দাখিল করা হবে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।