পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কানখোলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক অটোভ্যানচালক নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মোঃ নওসের পরামানিক (৬৫)। তিনি চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়া গ্রামের বাসিন্দা ও মৃত নজু পরামানিকের ছেলে।
ঘটনাটি ঘটে মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে। স্থানীয় সূত্রে জানা যায়, নওসের পরামানিক তার অটোভ্যান নিয়ে আটঘরিয়া থেকে চাটমোহরের দিকে যাচ্ছিলেন। পথে কানখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা তার ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে তিনি সড়কের ওপর ছিটকে পড়লে পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে চাটমোহর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। এ ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়েছে। ট্রাকটি পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। কেউ কোন অভিযোগ এখনো দেয় নি। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।