পাবনা জেলার সাঁথিয়া উপজেলা মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের উদ্যোগে ফিল্ড সুপারভাইজার মোঃ ফরিদ হোসেনকে এক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে নতুন ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ আলীকে ফুলেল শুভেচ্ছা ও সাদরে বরণ করে নেওয়া হয়।
আজ সোমবার ২৮ অক্টোবর ২০২৫ ইং সকাল ১১টায় সাঁথিয়া উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ইসলামিক ফাউন্ডেশন, সাঁথিয়া উপজেলা কার্যালয়ে এ বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে জেলা ও উপজেলা ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকা ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তা মোঃ ফরিদ হোসেনের দীর্ঘদিনের আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং নতুন সুপারভাইজার মোহাম্মদ আলীর প্রতি সাফল্য ও দায়িত্ব পালনে শুভকামনা জানান।
শেষে বিদায়ী অতিথিকে স্মারক উপহার ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানটির দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।