পাবনার চাটমোহরে সমতল ভূমির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ২৫টি পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এবং সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার, ভেটেরিনারি সার্জন ডা. উম্মে আরিফিন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল কবির তপন এবং অফিস সহকারী শরিফুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী বলেন, “সরকারের লক্ষ্য হলো সমাজের প্রতিটি শ্রেণি-পেশার মানুষকে স্বাবলম্বী করে তোলা। ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর উন্নয়নে এই উদ্যোগ তারই অংশ। আজ যেসব পরিবার ছাগল পেয়েছেন, তারা যদি আন্তরিকভাবে লালন-পালন করেন, তবে একদিন নিজেরাই অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হতে পারবেন। সরকারের এই উন্নয়নধারা অব্যাহত রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন কুমার সরকার জানান, “ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান বৃদ্ধির লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সমতল ভূমির ২৫টি পরিবারের মাঝে মোট ৫০টি ছাগল বিতরণ করা হয়েছে। আশা করছি, এ উদ্যোগ তাদের স্বাবলম্বী হতে সহায়ক ভূমিকা রাখবে।”