শুক্রবার , ২১শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৬ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক, সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি আজ শার্শা থানার ২ নং লক্ষণপুর ইউনিয়নের হরিনাপোতা, মান্দারতলা ও বহিলাপোতা এলাকায় একাধিক উঠান বৈঠকে অংশ নেন।
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হাই-এর সভাপতিত্বে এ উঠান বৈঠকগুলো অনুষ্ঠিত হয়।
বৈঠকে তৃপ্তি সাহেব বলেন, “দেশের উন্নয়নের হাতকে শক্তিশালী ও সুপ্রসন্ন করতে এখনই সময় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার। তারেক রহমান ঘোষিত ৩১ দফা হলো একটি আধুনিক, গণতান্ত্রিক ও কল্যাণমূলক রাষ্ট্র নির্মাণের রূপরেখা।”
তিনি আরও বলেন, আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে জনগণের কাছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এবং তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের বার্তা পৌঁছে দিতে হবে।
তৃপ্তি সাহেব সতর্ক করে বলেন, “একটি মৌলবাদী দল নির্বাচনী প্রক্রিয়ায় ছলনা ও বিভ্রান্তি সৃষ্টি করে ক্ষমতায় আসার চেষ্টা করছে। জনগণকে তাদের ফাঁদে না পড়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
তিনি আরও উল্লেখ করেন, শ্রমিক অধিকার ও কল্যাণ, যুবসমাজের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন, স্বাস্থ্যসেবা, আধুনিক কৃষি, যোগাযোগ ও অবকাঠামো, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মোকাবিলা—এসব ক্ষেত্রের উন্নয়নই দেশের প্রকৃত অগ্রগতির ভিত্তি।
বিএনপির এই নেতা বলেন, “আসন্ন নির্বাচন হবে গণতান্ত্রিক আন্দোলনের সফলতার প্রধান হাতিয়ার। জনগণের ন্যায্য ভোটের মাধ্যমে দেশের গণতান্ত্রিক শক্তি আবারও দৃঢ় হবে।”
তিনি আরও বলেন, “গত ১৭ বছর ধরে জনগণ স্বৈরাচারের শৃঙ্খলে বন্দি ছিল। এখন সেই স্বৈরাচারের অনুসারীদের সাথে মৌলবাদী শক্তি হাত মিলিয়েছে। শার্শার জনগণ এবার তাদের জবাব দেবে নিজেদের ভোটের মাধ্যমে, শহীদ জিয়া, দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে।”
এ সময় উপস্থিত ছিলেন—শার্শা থানা বিএনপির যুগ্ম সম্পাদক তাজ উদ্দিন তাজ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ কুদ্দুস আলী বিশ্বাস, আইন বিষয়ক সম্পাদক মশিউর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, বাগআচরা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু,কাইবা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম,
লক্ষণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, সহ-সভাপতি মিজানুর রহমান ও সুলতান মাস্টার, যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা থানা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদাদ, শার্শা থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, এবং যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।