শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আন্দোলনে আট দিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় পাবনার আটঘরিয়া উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির দিন শনিবার (২৫ অক্টোবর) ক্লাস নিচ্ছেন শিক্ষকগণ।
দেখা গেছে আটঘরিয়া উপজেলার পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়, দেবোত্তর বালিকা বিদ্যালয়, খিদিরপুর ডিগ্রী কলেজ, মাজপাড়া সিনিয়র আলিম মাদ্রাসা, একদন্ত উচ্চ বিদ্যালয় উচ্চ বিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলি ছুটির জন্য ক্লাস নিচ্ছেন।
প্রধান শিক্ষক আফতাব হোসেন জানান দীর্ঘ সময় বন্ধ থাকায় শিক্ষার্থীরা যে ক্ষতির মধ্যে পড়েছিল আমরা বার্ষিক পরীক্ষার আগের শনিবারগুলিতে ক্লাস নিয়ে তা পুষিয়ে দেব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরো জানান আজকে শনিবার ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও শিক্ষকগণ স্বতঃস্ফূর্তভাবে ক্লাস নিচ্ছেন।