‘মুক্তির মূলমন্ত্র-ইসলামী শাসনতন্ত্র’ শ্লোগানকে সামনে রেখে নির্বাচনী গণসংযোগ ও তৃণমূল সম্মেলন করেছেন নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত হাতপাখা প্রতীকের এমপি পদপ্রার্থী আলহাজ মাওলানা মো. এমদাদুল্লাহ। শুক্রবার রাতে গুরুদাসপুরের নাজিরপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড মোল্লাবাজারে গণসংযোগ শেষে রাতে তৃণমূল নেতাকর্মীদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
জানা যায়, গণসংযোগে ‘শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই’ এর লিফলেট বিতরণ, বাজারের মানুষদের সাথে হাত মিলিয়ে ও কলাকলি করে ব্যাপক প্রচারণা চালান হাতপাখার এই সংসদ সদস্য প্রার্থী।
পরে ইসলামী আন্দোলনের নাজিরপুর ৯নং ওয়ার্ড সভাপতি হাফেজ মুহাম্মাদ রেজাউল করিমের সভাপতিত্বে তৃণমূল সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মো. ওমর ফারুক, সাধারণ সম্পাদক মুহাম্মাদ শরিফুল ইসলাম এবং প্রধান বক্তা নাজিরপুর ইউনিয়নের সভাপতি মাওলানা আলমগীর হুসাইন ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির হামিদুর রহমান সবুজ।
অন্যদের মধ্যে ইসলামী আন্দোলনের জেলা সদস্য মাওলানা আব্দুস সামাদ, গুরুদাসপুর উপজেলা সহসভাপতি মাওলানা আব্দুর রশিদ, অর্থ সম্পাদক আব্দুল গফুর মোল্লা, প্রচার সম্পাদক ফিরোজ হোসেন, সদস্য আবুল বাশার, মাওলানা আজিম উদ্দিন, ইসলামী যুব আন্দোলনের উপজেলা সহসভাপতি মাওলানা ইব্রাহিম হোসেন, ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমরান হোসেন ও মোজাহিদ কমিটির উপজেলা সাধারণ সম্পাদক এনামুল হক বক্তব্য দেন। এসময় ইসলামী আন্দোলন ও জামায়াতের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি মাওলানা মো. এমদাদুল্লাহ তৃণমূলের উদ্দেশ্যে বলেন- দেশে গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতি ও অন্যায়ের রাজনীতি চলবে না। এখন শান্তির ধর্ম ইসলামের সুশাসন প্রতিষ্ঠা করার সময়। জনগণও সেটাই চায়। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে সকলের কাছে দোয়া, সমর্থন ও ভোট চাই। আসন্ন নির্বাচনে ইসলামী দলের আল্লাহ ভীরু নেতৃত্বকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।