বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদ (বা স ক প) টাঙ্গাইল জেলা শাখার অভিষেক ও দ্বিতীয় পর্বের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৫ উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইল প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাছানুর জামিল শাহীন, সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের বিএনপি মনোনয়ন প্রার্থী অ্যাডভোকেট ফরহাদ ইকবাল এবং টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামী’র আমির ও টাঙ্গাইল-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আহসান হাবীব মাসুদ।
এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন উপস্থিত ছিলেন। নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত নিরাপত্তা এবং সামাজিক দায়বদ্ধতার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।