শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি

শিক্ষা উন্নয়নের লড়াই, হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন কাল, জনমনে উত্তাপ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

পাবনার চাটমোহর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ হান্ডিয়াল উচ্চ বিদ্যালয়ে আগামীকাল (শনিবার) ২৫ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ম্যানেজিং কমিটির নির্বাচন।

এ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আগ্রহ। অভিভাবক, শিক্ষক ও এলাকাবাসীর আলোচনার কেন্দ্রবিন্দু এখন—কে হচ্ছেন নতুন সদস্য, কারা থাকছেন স্কুল পরিচালনার দায়িত্বে।

 

এবারের নির্বাচনে চার পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৯ জন প্রার্থী।

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হলেন—

মোঃ রাশিদুল হাসান মানিক, মোঃ আবু ছালেক, মোঃ কেছমত আলী, মোঃ সোহেল রানা, মোঃ লিটন হোসেন, মোঃ আবুল কালাম আজাদ, মোঃ আয়নাল সরকার, মোঃ শরিফুল ইসলাম ও গোপাল দাস।

 

নির্বাচন ঘিরে প্রার্থীদের মধ্যে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ও গণসংযোগ। সমর্থকরা একে অপরের পক্ষে প্রচারণা চালাচ্ছেন উৎসবমুখর পরিবেশে। অভিভাবক ভোটাররাও পছন্দের প্রার্থীর জয় নিশ্চিত করতে নানাভাবে সক্রিয়।

 

বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে হান্ডিয়াল ও আশপাশের এলাকার শিক্ষার আলো ছড়িয়ে আসছে। এ প্রতিষ্ঠানের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তা নিয়ে এলাকাজুড়ে চলছে আলোচনা।

 

বিদ্যালয়ের বর্তমান সভাপতি মোঃ আব্দুল হান্নান খোকন বলেন, “হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় আমাদের এলাকার শিক্ষার অন্যতম ভিত্তি। এই বিদ্যালয় নিয়ে আমাদের সবার গর্ব। আমি আশা করি, নির্বাচনটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং নির্বাচিত সদস্যরা বিদ্যালয়ের উন্নয়ন ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবেন।”

 

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মোজাহার আলী বলেন, “এটি আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। একটি সক্রিয় ও দায়িত্বশীল ম্যানেজিং কমিটি গঠিত হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সহযোগিতা বাড়বে, যা বিদ্যালয়ের সামগ্রিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

 

স্থানীয় শিক্ষানুরাগী ও সচেতন মহলের মন্তব্য—

“হান্ডিয়াল উচ্চ বিদ্যালয় শুধু একটি প্রতিষ্ঠান নয়, এটি আমাদের গর্বের ঐতিহ্য। এই নির্বাচনের মাধ্যমে যেন সত্যিকারের শিক্ষাবান্ধব নেতৃত্ব উঠে আসে, এটাই আমাদের প্রত্যাশা।”

 

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকেও সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

আগামীকাল সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ফলাফল ঘোষণা করা হবে ভোট গণনা শেষে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।