বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের নবঘোষিত কমিটিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করায় সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের একাংশ। বুধবার (২২ অক্টোবর) বিকাল ৩টার সময় ঈশ্বরদী প্রেসক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করে ছাত্রদল নেতা ইব্রাহিম হোসেন এ কথা বলেন। সঃবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন,“২১ অক্টোবর ২০২৫ তারিখে ঘোষিত ১২ সদস্য বিশিষ্ট ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটিতে অযোগ্য ও ছাত্রলীগের পদধারী ব্যক্তিদের নাম রাখা হয়েছে। এতে দীর্ঘদিন ধরে সক্রিয় ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করা হয়েছে। তাই দ্রুত নতুন করে যোগ্য ও ত্যাগী কর্মীদের সমন্বয়ে কমিটি পুনর্গঠনের দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ন-সম্পাদক শ্যাম আগারওয়ালা বিকি, সাবেক সাংগঠনিক মীর হুমায়ুন কবীর জিহাদ, নবগঠিত ঈশ্বরদী কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রাবণ আহমেদ, প্রচার সম্পাদক মাহমুদ হাসান শান্ত, দপ্তর সম্পাদক রোহান প্রীত আহমেদসহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন শেষে ঈশ্বরদী শহরে ছাত্রদল নেতাকর্মীরা কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন।
শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫