শনিবার , ২৫শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ৩রা জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

পাবনায় পুরনো বিরোধে দুই পক্ষের সংঘর্ষে আহত ২০

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

পাবনার ফরিদপুর উপজেলার মধ্য পুংগলী গ্রামে পূর্বের বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে হাজী বংশ ও বাদশাহ বংশের লোকজনের মধ্যে প্রায় এক ঘণ্টাব্যাপী এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গ্রামে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছর ঈদুল ফিতরের নামাজের সময় ঈদগাহ মাঠে সামনে বসাকে কেন্দ্র করে হাজী বংশ ও বাদশাহ বংশের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তখনও দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার সৃষ্টি হয়েছিল। এরপর থেকে গ্রামে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সাম্প্রতিক সময়ে স্থানীয় একটি জমি নিয়ে মন্তব্য ও দৃষ্টিকটু কথাবার্তা নিয়ে উত্তেজনা বাড়তে থাকে। বৃহস্পতিবার সকালে সেই উত্তেজনা চরমে পৌঁছায় এবং দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি হয়। এতে দুই পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। আহতদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানান, পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে ফরিদপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

স্থানীয় বাসিন্দা আব্দুল মজিদ বলেন, ঈদের সময় সামান্য আসন নিয়ে ঝামেলা থেকে আজ এত বড় সংঘর্ষ হবে তা কেউ ভাবেনি। এখন গ্রামের মানুষজন আতঙ্কে আছে।

আরেকজন গ্রামবাসী বলেন, পুলিশ থাকলেও ভয় কাটেনি। আমরা চাই দুই পরিবারের মধ্যে স্থায়ীভাবে মীমাংসা হোক।

স্থানীয়দের দাবি, এ ধরনের পারিবারিক বা সামাজিক বিরোধ যদি শুরুতেই প্রশাসনের মধ্যস্থতায় সমাধান করা যেত, তাহলে এ রকম রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ফরিদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাকিউল আজম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে কেউ এখনও থানায় লিখিত অভিযোগ করেননি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।